ট্রেকারের ধাক্কায় মৃত্যু, রণক্ষেত্র ঘাটালের কুঠিকাট এলাকা
ট্রেকারের ধাক্কায় একজনের মৃত্যু। আর এই দুর্ঘটনা ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠল ঘাটালের কুঠিকাট এলাকা। ভাঙচুর, অবরোধেই বিক্ষোভ থেমে থাকল না। দোকান ও গাড়িতে আগুন দিল উত্তেজিত জনতা।
ওয়েব ডেস্ক : ট্রেকারের ধাক্কায় একজনের মৃত্যু। আর এই দুর্ঘটনা ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠল ঘাটালের কুঠিকাট এলাকা। ভাঙচুর, অবরোধেই বিক্ষোভ থেমে থাকল না। দোকান ও গাড়িতে আগুন দিল উত্তেজিত জনতা।
সকালে বাজার করতে বেরিয়েছিলেন এনামুল হক। ফেরার পথে ফল কিনছিলেন । হঠাতই নিয়ন্ত্রণ হারিয়ে ফলের দোকানে ধাক্কা মারে যাত্রী বোঝাই ট্রেকার। চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় এনামুল হকের।
দুর্ঘটনার জেরে অগ্নিগর্ভ হয়ে ওঠে ঘাটালের কুঠিঘাট এলাকা। ঘাটাল-চন্দ্রকোণা রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়রা। কয়েকটি দোকানে চলে ভাঙচুর। তারপর অগ্নিসংযোগ। ট্রেকারেও আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে গেলে পুলিসের সঙ্গেও খণ্ডযুদ্ধ বাধে উত্তেজিত জনতার। পরে অবশ্য উঠে যায় অবরোধ।