হাবড়ায় সমবায় ব্যাঙ্কে কোটি টাকা তছরুপের অভিযোগ

হাবড়ায় সমবায় ব্যাঙ্কের ম্যানেজারের বিরুদ্ধে কোটি টাকা তছরুপের অভিযোগ। সোনাকানিয়া গ্রামের ওই সমবায় ব্যাঙ্কে তালা  দিয়ে উধাও ম্যানেজার। অভিযোগ, পাশ বই বা কোনও রশিদ ছাড়াই টাকা জমা নিতেন ম্যানেজার কুদ্দুস মোল্লা। নিজের দুই ছেলেকে করেছিলেন ব্যাঙ্কের কর্মী। এদিকে ১৯ তারিখ থেকেই আর খোঁজ নেই অভিযুক্ত ম্যানেজারের। পুলিসে অভিযোগ দায়ের করেছেন প্রতারিত গ্রাহকরা ও সমবায় ব্যাঙ্ক সম্পাদক। অভিযুক্তের স্ত্রীকে আটক করেছে পুলিস।

Updated By: Jun 22, 2017, 04:59 PM IST
হাবড়ায় সমবায় ব্যাঙ্কে কোটি টাকা তছরুপের অভিযোগ

ওয়েব ডেস্ক : হাবড়ায় সমবায় ব্যাঙ্কের ম্যানেজারের বিরুদ্ধে কোটি টাকা তছরুপের অভিযোগ। সোনাকানিয়া গ্রামের ওই সমবায় ব্যাঙ্কে তালা  দিয়ে উধাও ম্যানেজার। অভিযোগ, পাশ বই বা কোনও রশিদ ছাড়াই টাকা জমা নিতেন ম্যানেজার কুদ্দুস মোল্লা। নিজের দুই ছেলেকে করেছিলেন ব্যাঙ্কের কর্মী। এদিকে ১৯ তারিখ থেকেই আর খোঁজ নেই অভিযুক্ত ম্যানেজারের। পুলিসে অভিযোগ দায়ের করেছেন প্রতারিত গ্রাহকরা ও সমবায় ব্যাঙ্ক সম্পাদক। অভিযুক্তের স্ত্রীকে আটক করেছে পুলিস।

আরও পড়ুন, বিধাননগর পুরসভায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব: দুই কাউন্সিলরের বিরুদ্ধে মামলা মেয়রের

.