Video: ডাব খেতে গিয়ে গায়েব টাকা! বিপাকে অবসরপ্রাপ্ত শিক্ষক

ঘটনাটি ধরা পড়েছে রাস্তার পাশে সিসিটিভি ক্যামেরায়।

Updated By: May 2, 2022, 06:54 PM IST
Video:  ডাব খেতে গিয়ে গায়েব টাকা! বিপাকে অবসরপ্রাপ্ত শিক্ষক

নিজস্ব প্রতিবেদন:  দিনেদুপুরে ছিনতাই! টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দিল ২ দুষ্কৃতী। তাও আবার পায়ে হেঁটে! সিসিটিভিতে এমনই দৃশ্য ধরা পড়ল পশ্চিম মেদিনীপুরের দাসপুরে।  

স্থানীয় সূত্রের খবর, দাসপুরেরই বেলেঘাটা এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক নিমাই মাইতি। ঘড়িতে তখন ১২টা। এদিন দুপুরে দাসপুর বাজারে একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে পেনশনের টাকা তুলে এসেছিলেন তিনি। ফেরার পথে, ডাব খাওয়ার জন্য একটি দোকানে ঢোকেন। দোকানের বাইরে সাইকেলে ছিল টাকা ভর্তি ব্যাগটি। 

 

আরও পড়ুন: Tarakeswar: কালবৈশাখিতে লো ভোল্টেজ, অসুস্থ বাবাকে 'স্বস্তি' দিতে গিয়ে মৃত্যু ছেলের

তারপর? সিসিটিভিতে স্পষ্ট দেখা গিয়েছে, সাইকেল থেকে টাকার ব্যাগটি তুলে নিয়ে চলে যাচ্ছে এক ব্যক্তি! কিছুটা রাস্তা হেঁটে যাওয়ার পর, অন্য ব্যক্তির বাইরে চেপে চম্পট দেয় সে। বেশ কিছুক্ষণ পর বিষয়টি টের পান ওই অবসরপ্রাপ্ত শিক্ষক। খবর দেন দাসপুর থানায়। অভিযুক্তদের সন্ধানে ইতিমধ্যেই এলাকা নাকা চেকিং শুরু করেছে পুলিস।

আরও পড়ুন: Chapra: বিবাহিত মহিলাকে ফোনে উত্যক্ত করার অভিযোগ, যুবকের বাড়িতে চড়াও হয়ে 'মারধর'; এরপরই ঘটল 'ভয়ঙ্কর' ঘটনা

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.