মুখ্যমন্ত্রীর পাহাড় স্ট্র্যাটেজিতে ব্যাকফুটে মোর্চা

মুখ্যমন্ত্রীর পাহাড় স্ট্র্যাটেজিতে একপ্রকার ব্যাকফুটে মোর্চা। প্রবল চাপে বিমল গুরুং অ্যান্ড কোম্পানি। ভোটের আগে জিটিএ ছেড়ে গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলনের কথা বলছেন তিনি। রণকৌশল ঠিক করতে আজ দলের বৈঠক ডাকা হয়েছে।আজই মোর্চার কয়েকজন সদস্য জিটিএ থেকে ইস্তফা দিতে পারেন বলে খবর।

Updated By: Jun 7, 2017, 12:25 PM IST
মুখ্যমন্ত্রীর পাহাড় স্ট্র্যাটেজিতে ব্যাকফুটে মোর্চা

ওয়েব ডেস্ক : মুখ্যমন্ত্রীর পাহাড় স্ট্র্যাটেজিতে একপ্রকার ব্যাকফুটে মোর্চা। প্রবল চাপে বিমল গুরুং অ্যান্ড কোম্পানি। ভোটের আগে জিটিএ ছেড়ে গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলনের কথা বলছেন তিনি। রণকৌশল ঠিক করতে আজ দলের বৈঠক ডাকা হয়েছে।আজই মোর্চার কয়েকজন সদস্য জিটিএ থেকে ইস্তফা দিতে পারেন বলে খবর।

আরও পড়ুন- পাহাড়বাসীর কাছে GTA চাইলেন মুখ্যমন্ত্রী, ওপেন চ্যালেঞ্জ মোর্চাকে

এদিকে, দিন দুয়েক আগে মিরিকে পাহাড়বাসীর কাছে GTA চাইলেন মুখ্যমন্ত্রী। খুল্লমখুল্লা চ্যালেঞ্জ ছোঁড়েন মোর্চাকে। ঝুলি থেকে বের করেন একের পর এক ব্রহ্মাস্ত্র। 'বাংলা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে সমতলের সরকার।' মোর্চার এই অভিযোগকেও ছুঁড়ে ফেলেন খাদে। এরপর সরাসরি মোর্চাকে নিশানা করেন। এরপরই, একপ্রকার চাপে পড়ে যায় মোর্চা।

.