Municipal Recruitment Scam | Ayan Sil: সরকারি অফিসের পাশাপাশি তল্লাশি অয়নের অফিসে, জেরা মা-স্ত্রীকেও

গত ১৮ মার্চ ইডি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শান্তনুকে জিজ্ঞাসাবাদ করে অয়ন শীলের খোঁজ পাওয়া যায়। অয়নের সল্টলেকের এফডি ব্লকের ৩৮৮ নাম্বার বাড়ির নিচের তলার যে অফিস সেই অফিসে অয়ন শীলকে সঙ্গে নিয়ে তল্লাশি চালানো হয়।

Updated By: Jun 7, 2023, 04:56 PM IST
Municipal Recruitment Scam | Ayan Sil: সরকারি অফিসের পাশাপাশি তল্লাশি অয়নের অফিসে, জেরা মা-স্ত্রীকেও

নান্টু হাজরা: পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-এর ম্যারাথন তল্লাশি। বিভিন্ন পুরসভা সহ অয়ন শীলের সল্টলেকের এফডি ব্লকের ৩৮৮ নম্বর বাড়িতে যে অফিস সেই অফিসেও তল্লাশি চালানো হচ্ছে। এই অফিসেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অয়ন শীলের স্ত্রী ও অয়ন শীলের মাকে এমনটাই সিবিআই সূত্রে খবর।

গত ১৮ মার্চ ইডি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শান্তনুকে জিজ্ঞাসাবাদ করে অয়ন শীলের খোঁজ পাওয়া যায়। অয়নের সল্টলেকের এফডি ব্লকের ৩৮৮ নাম্বার বাড়ির নিচের তলার যে অফিস সেই অফিসে অয়ন শীলকে সঙ্গে নিয়ে তল্লাশি চালানো হয়।

আরও পড়ুন: Ration: মৃতের কার্ডে রেশন তুলে বাজারে বিক্রি! হাইকোর্টের কড়া ভর্ৎসনার মুখে রাজ্য

প্রায় ৩৭ ঘন্টা তল্লাশি চালিয়ে তারপর অয়ন শীলকে গ্রেফতার করা হয়। এই অফিসে তল্লাশি চালানোর পর এখান থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতির নথি সহ বিভিন্ন পৌরসভায় নিয়োগের নথি ও উদ্ধার করা হয়।

ইডি সূত্রে খবর পাওয়া যায় যে শুধু শিক্ষক নিয়োগ নয়, পৌরসভায় নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে। এর পরে কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু করে। এবং বুধবার এই পৌরসভা নিয়োগ দুর্নীতিতে প্রথম ম্যারাথন তল্লাশিতে নামে সিবিআই।

আরও পড়ুন: Municipal Recruitment Scam | Ayan Sil: পুর নিয়োগ মামলায় দুর্নীতি তল্লাশি সিবিআই-এর, একযোগে বহু জায়গায় হানা

একদিকে যেমন বিভিন্ন পৌরসভায় তল্লাশি চলছে, এর পাশাপাশি সল্টলেকে অয়ন শীলের সেই অফিসেও তল্লাশি চালিয়েছে সিবিআই। শুধু তল্লাশি নয় অয়ন শীলের স্ত্রী ও তার মাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।

জানা গিয়েছে অয়ন শীল সম্পর্কে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করছে জিজ্ঞাসাবাদ করে। কোনও প্রভাবশালীর সঙ্গে যোগাযোগ রয়েছে কিনা অথবা পৌরসভার নিয়োগের ক্ষেত্রে অয়ন শীলের কি ভূমিকা ছিল সেই সম্পর্কে তিনি কি জানেন এই সব বিষয় সহ আরও অনেক তথ্য জানার জন্য জিজ্ঞাসবাদ করা হচ্ছে বলে সিবিআই সূত্রের খবর।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.