Naushad Siddiqui: 'ভোটের ফলাফলে প্রথম স্থানে আসবে ISF', অভিষেক-গড়ে এবার চ্যালেঞ্জ নওশাদের!
'তৃণমূল আর বিজেপি ঠিক করুক দ্বিতীয় আর তৃতীয় কে হবে? বোঝাপড়া করে নিক ডায়মন্ড হারবারে'।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'ভোটের ফলাফলে প্রথম স্থানে আসবে ISF'। ডায়মন্ড হারবার থেকেই এবার চ্যালেঞ্জ ছুঁড়লেন নওশাদ সিদ্দিকী। বললেন, 'তৃণমূল আর বিজেপি ঠিক করুক দ্বিতীয় আর তৃতীয় কে হবে? বোঝাপড়া করে নিক ডায়মন্ড হারবারে'।
২০১৪-র পর ফের ২০১৯। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে পরপর দু'বার সাংসদ নির্বাচিত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২৪-এ লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে এবার লড়বে ISF। অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হবেন নওশাদ সিদ্দিকী।
এদিন ডায়মন্ড হারবারে জনসভা করেন নওশাদ। তাঁর হুঁশিয়ারি, 'বিগত দিনে অভিষেকবাবু কী করেছেন, দেখার দরকার নেই। ২০২৪-এ নির্বাচন হলে, ইভিএম মেশিনের সামনে ভোটার আর ইভিএম মেশিন থাকবে। তৃতীয় কাউকে সেখানে দাঁড়াতে দেবে না ISF। ইচ্ছা হলে ISF-কে ভোট দেবে, ইচ্ছা হলে ISF-র বিরুদ্ধে ভোট দেবে। অভিষেকবাবু বিশ্বস্ত কোনও লোককে দাঁড় করাতে পারবে না, চ্যালেঞ্জ দিয়ে গেলাম'।
বাদ যায়নি CAA প্রসঙ্গও। নওশাদ বলেন, 'আপনাদের CAA নিয়ে তো খুব ভয় দেখায়। ভোট নিয়ে নেয়! সিএএ যখন হচ্ছিল, অভিষেকবাবু তখন কোথায় ভোট দিয়েছিলেন, খোঁজ নিয়েছিলেন? অভিষেকবাবু CAA বিপক্ষে ভোট দিয়েছে কি দেননি, জোর গলায় বলতে বলবেন। দেখবেন, পিসি-ভাইপো মুখ খুলবে না। খোঁজ নিলে হয়তো দেখা যাবে, সিএএ-র পক্ষে ভোট দিয়েছিল'।
আরও পড়ুন: Bharat Jodo Nyay Yatra: 'ইন্ডিয়া' জোটের অন্যতন রূপকার মমতা, নীতীশ কুমার গিরগিটি: জয়রাম রমেশ
আর ইন্ডিয়া জোট? ভাঙড়ের বিধায়কের সাফ কথা, 'যদি বাম কংগ্রেস ইন্ডিয়া জোটে থাকে, সেখানে তৃণমূলের যদি উপস্থিতি থাকে, তাহলে সহযোগিতা নেওয়া বা দেওয়ার কোনও প্রশ্নই থাকছে না'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)