মুর্শিদাবাদের বাস দুর্ঘটনা থেকে শিক্ষা, রাজ্য সরকারের নয়া উদ্যোগ 'আপত্ মিত্র'

দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুর এই দুই জেলা দিয়ে শুরু হবে নয়া 'আপত্ মিত্র' প্রকল্প।

Updated By: Feb 2, 2018, 02:39 PM IST
মুর্শিদাবাদের বাস দুর্ঘটনা থেকে শিক্ষা, রাজ্য সরকারের নয়া উদ্যোগ 'আপত্ মিত্র'

নিজস্ব প্রতিবেদন : মুর্শিদাবাদে মর্মান্তিক বাস দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যুর পর বিপর্যয় মোকাবিলায় এবার রাজ্য সরকার এক নয়া উদ্যোগ নিতে চলেছে। 'আপত্ মিত্র' নামে নতুন একটি প্রকল্প নিয়ে আসছে সরকার।

'আপত্ মিত্র' প্রকল্পে প্রতি জেলায় ২০০ জন যুবক-যুবতীকে উদ্ধারকাজের প্রশিক্ষণ দেওয়া হবে। দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুর এই দুই জেলা দিয়ে শুরু হবে প্রকল্পটি। দুর্যোগ, দুর্ঘটনা মোকাবিলায় একযোগে কাজ করবে বিপর্যয় মোকাবিলা দল ও আপত্ মিত্ররা।

বহুক্ষেত্রে দেখা গেছে, বড় ধরনের কোনও দুর্ঘটনার পর শুধুমাত্র বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরাই যথেষ্ট নয়। উদ্ধারকাজের জন্য আরও লোকের প্রয়োজন পড়ছে। উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়তে দেখা গেছে স্থানীয় মানুষদেরও। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এই নয়া প্রকল্পের মূল উদ্দেশ্যই হল উদ্ধারকাজে লোকবল বাড়ানো।

আরও পড়ুন, হাতে স্টিয়ারিং, কানে মোবাইল! লাইসেন্স বাতিল করবে সরকার

পাশাপাশি অনেকসময় বিপর্যয় মোকাবিলা দলের ঘটনাস্থলে পৌঁছতেও বেশ কিছুটা সময় লেগে যায়। এক্ষেত্রে প্রাথমিক উদ্ধারকাজ শুরু করে দেবেন 'আপত্ মিত্র' প্রকল্পে প্রশিক্ষিত স্থানীয় যুবক-যুবতীরাই। এর ফলে উদ্ধারকাজ আরও দ্রুত হবে বলে আশা সরকারের।

.