রোগীদের দিল খুশ, রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতাল মেতেছে বর্ষবরণে

সিস্টারদের বক্তব্য, ওরা (রোগীরা) এই দিনটায় এখানে আটকে রয়েছে। ওদের মনটাকে একটু ভালো করার চেষ্টা করছি আমরা।

Updated By: Jan 1, 2018, 07:44 PM IST
রোগীদের দিল খুশ, রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতাল মেতেছে বর্ষবরণে

নিজস্ব প্রতিবেদন: হাসপাতালের মধ্যেই বর্ষবরণের উল্লাস! না, মেট্রো শহরের কোনও ঝাঁ চকচকে নার্সিংহোম নয়। এ ছবি রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালের। দীর্ঘ দিন রোগশয্যায় কাটিয়ে মন ভাল নেই ওঁদের। সময় আর কাটতেই চায় না। শুকনো মুখগুলোর যেন আনন্দ করতে নেই। তবে এবার সেই গতানুগতিক হাসপাতাল জীবনে ইতি।

রোগীদের মন ভালো করতে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে সিস্টার, আয়া ও অন্যান্য কর্মীরা মেতে উঠেছিলেন ছক ভাঙা কাজে। বেলুন, রঙিন কাগজ, ঝালড় সহ বিভিন্ন জিনিষ দিয়ে তাঁরাই গোটা হাসপাতালকে সাজিয়ে তুলেছেন কাজের ফাঁকে। উপলক্ষ- বর্ষবরণ। সাজিয়ে তোলার কাজ চলছে প্রতি শিফটে। ফলে এক একটি শিফটের ডিউটি শেষ হওয়ার পর ওয়ার্ডের সাজ বেড়ে উঠছে একটু একটু করে। 'ফিমেল সার্জিক্যাল' বিভাগে রয়েছে মাথা ও কানে অস্ত্রোপচার হওয়া দুই ক্ষুদে রোগী। অস্ত্রোপচার এর যন্ত্রনা ভুলে তারা তখন বেলুন দিয়ে ওয়ার্ড সাজাবার আনন্দে মেতেছে।

হাসপাতাল কর্তৃপক্ষের এমন মানবিক চিন্তাধারাকে কুর্নিশ জানাতে গিয়ে আবেগে ভাষা হারিয়েছেন রোগীর আত্মীয়দের একাংশ। সিস্টারদের বক্তব্য, ওরা (রোগীরা) এই দিনটায় এখানে আটকে রয়েছে। ওদের মনটাকে একটু ভালো করার চেষ্টা করছি আমরা। সব মিলিয়ে এমন বর্ষবরণ যে অনন্য তা বলাই বাহুল্য।

.