নতুন বছরকে নতুনভাবে স্বাগত জেলায় জেলায়

কোচবিহার পুলিসের উদ্যোগে ঠিক রাত বারোটায় আয়োজন করা হয়েছিল সেফ ড্রাইভ সেভ লাইফ RALLY-র । 

Updated By: Jan 1, 2018, 09:21 AM IST
নতুন বছরকে নতুনভাবে স্বাগত জেলায় জেলায়

নিজস্ব প্রতিবেদন: নতুন বছরকে নতুনভাবে স্বাগত জানালো হল জেলায় জেলায়। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ঘড়িমোড়ে বসেছিল অভিনব ব্যান্ড প্রতিযোগিতার। দুহাজার আঠারো কে স্বাগত জানিয়েছে কোচবিহারের মানুষ। কোচবিহার পুলিসের উদ্যোগে ঠিক রাত বারোটায় আয়োজন করা হয়েছিল সেফ ড্রাইভ সেভ লাইফ RALLY-র ।  সাগরদিঘি চত্বর থেকে শুরু হয় পদযাত্রা।

আরও পড়ুন : তেলের ট্যাঙ্কারের সঙ্গে মারুতির সংঘর্ষ, ঘটনায় ব্যাপক উত্তেজনা ৬০ নম্বর জাতীয় সড়কে

নতুন বছরকে স্বাগত জানিয়েছে নদিয়া। নতুন বর্ষকে নতুনভাবে বরণ করে নিতে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছিল মাজদিয়ায়। নাচ, গানে হৈ-হুল্লোড়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন গ্রামের মানুষ। নতুন বছরটা এভাবেই হাসি খুশি আনন্দে কাটুক, প্রার্থনা এটাই।

আরও পড়ুন : সন্দেহের বশে স্ত্রীর গলায় ছুরির কোপ স্বামীর

.