অ্যাম্বুল্যান্স ভাড়ার ক্ষমতা নেই, চালককে সোনার দুল দিয়ে হাসপাতালে পৌঁছলেন মরণাপন্ন রোগী

বাধ্য হয়েই একজোড়া কানের দুল অ্যাম্বুল্যান্স চালককে দেয় পরিবার। চালক দু-হাজার টাকা দেন। 

Updated By: Nov 5, 2020, 11:22 AM IST
অ্যাম্বুল্যান্স ভাড়ার ক্ষমতা নেই, চালককে সোনার দুল দিয়ে হাসপাতালে পৌঁছলেন মরণাপন্ন রোগী
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: ভাড়া দেওয়ার সামর্থ্য নেই। বাধ্য হয়ে অ্যাম্বুলান্স চালকের হাতে নিজের কানের দুল খুলে দিয়ে হাসপাতালে গেলেন অসুস্থ মহিলা। ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের জামালপুরে । দিন দশেক ধরে জ্বর উত্তরশুড়ার বাসিন্দা ওই মহিলার। চিকিত্সক তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু হতদরিদ্র ওই পরিবারের অ্যাম্বুল্যান্সের ভাড়া দেওয়ার ক্ষমতা ছিল না। আর ভাড়া না পেলে অ্যাম্বুল্যান্স নিয়ে যাওয়া সম্ভব নয়। স্পষ্ট জানিয়ে দেয় চালক। 

বাধ্য হয়েই একজোড়া কানের দুল অ্যাম্বুল্যান্স চালককে দেয় পরিবার। চালক দু-হাজার টাকা দেন। তা থেকে এগারোশো টাকা ভাড়া মেটানো হয়। ঘটনা জানার পর অসুস্থ মহিলার কানের দুল ফেরতের ব্যবস্থা করেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি।  ঘটনার সত্যতা স্বীকার করেছে অ্যাম্বুল্যান্স চালক। তাকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। 

Tags:
.