ব্যান্ডেলে তৃণমূল নেতা খুন কাণ্ডে গ্রেফতার এক

 তৃণমূল নেতা খুনের জেরে সরানো হয়েছিল চন্দননগরের সিপি অখিলেশ চতুর্বেদীকে।

Updated By: Jul 5, 2019, 02:14 PM IST
ব্যান্ডেলে তৃণমূল নেতা খুন কাণ্ডে গ্রেফতার এক

নিজস্ব প্রতিবেদন : গত শনিবার সকাল সাড়ে নটা নাগাদ ব্যান্ডেল স্টেশনে ঢোকার মুখে দুষ্কৃতীদের গুলিতে খুন হন ব্যান্ডেল পঞ্চায়েত প্রধান রীতু সিংয়ের স্বামী দিলীপ রাম। তার পর থেকেই থমথমে পরিবেশ ছিল চুঁচুড়া ও সংলগ্ন এলাকায়। খুনের ঘটনার পরই পুলিসের উপর ক্ষোভ উগড়ে দিয়েছিলেন স্থানীয় বিধায়ক অসিত মজুমদার। তৃণমূল নেতা খুনের জেরে সরানো হয়েছিল চন্দননগরের সিপি অখিলেশ চতুর্বেদীকে। এবার দিলীপ রাম খুনের ঘটনায় গ্রেফতার এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। 

আরও পড়ুন-  কাটমানির ৭৫ শতাংশই মুখ্যমন্ত্রীর কাছে রয়েছে, কটাক্ষ মুকুল রায়ের

ধৃতের নাম সঞ্জয় মিশ্র। গত ২৯ জুন সকাল সারে নটায় ট্রেন ধরার জন্য ব্যান্ডেল স্টেশনের পাঁচ নং প্লাটফর্মে উঠতে যাচ্ছিলেন ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের প্রধান রিতু সিং এর স্বামী দিলীপ রাম। সেই সময় খুব কাছ থেকে তাঁর মাথার পিছনে গুলি করে দুষ্কৃতিরা। চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতাল থেকে কোলকাতা নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু হয় তৃনমূল নেতার। বিজু পাশেয়ান, অর্জুন সিং ও সঞ্জয় মিশ্রের বিরুদ্ধে ব্যান্ডেল জিআরপি থানায় অভিযোগ দায়ের করেন রিতু সিং। রেল পুলিশ ও চন্দননগর কমিশনারেটের গোয়েন্দারা যৌথভাবে তদন্ত শুরু করেন। গতকাল রাতে বিহারের পাটনা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আজ ধৃতকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়। অভিযুক্তের দাবি, বিজেপি করে বলেই তাকে ফাঁসানো হয়েছে।

.