দল সিদ্ধান্ত নিক...আমি নীতিহীনের সঙ্গে থাকব না : উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী

দলেরই সাংসদ পার্থপ্রতিম রায়কে সরাসরি অযোগ্য-বিশ্বাসঘাতক বলে ক্ষোভ প্রকাশ করেন রবীন্দ্রনাথ।

Updated By: Jun 19, 2018, 08:53 PM IST
দল সিদ্ধান্ত নিক...আমি নীতিহীনের সঙ্গে থাকব না : উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন: "দল সিদ্ধান্ত নিক দুর্নীতির সঙ্গে থাকবে না কি থাকবে না। তবে আমি কোনও নীতিহীনের সঙ্গে থাকব না। দল আমার পেশা না, নেশা। এমন নয় আমার খাবার অভাব আছে..." এই ভাষাতেই কার্যত বোমা ফাটালেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ। তাহলে কি পরোক্ষে দল ছেড়ে দেওয়ার কথাই বলতে চাইলেন ক্ষুব্ধ মন্ত্রী, উঠছে প্রশ্ন।

মঙ্গলবার দলেরই সাংসদ পার্থপ্রতিম রায়কে সরাসরি অযোগ্য-বিশ্বাসঘাতক বলে ক্ষোভ প্রকাশ করেন রবীন্দ্রনাথ। এদিন প্রকাশ্যেই বাছাই শব্দে কড়া আক্রমণ শোনা গেল মন্ত্রীর মুখে। গতকাল কোচবিহারের দেওয়ানহাটে যুব তৃণমূল কর্মীদের হাতে হেনস্থার শিকার হন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। তাঁর অভিযোগ, এই ঘটনায় পিছন থেকে কলকাঠি নেড়েছেন পার্থপ্রতিম রায়। সেই ক্ষোভই এদিন ধরা পড়ে মন্ত্রীর গলায়। পার্থপ্রতিম রায় এক সময় তাঁরই অনুগত ছিল বলে দাবি করলেও রবীন্দ্রনাথের এদিনের ইঙ্গিত, এখন সেই পার্থপ্রতিম-ই দলকে 'পিছল থেকে দলকে ছুড়ি মারছে'। আরও পড়ুন- তৃণমূল কর্মীদের ক্ষোভের মুখে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী

দেখুন, মন্ত্রীর সেই বিস্ফোরক প্রতিক্রিয়া-

.