Birbhum: অজয় নদে মিলল ব্রিটিশ আমলের বোমা! চাঞ্চল ছড়াল এলাকায়

বস্তুটি দেখে পুলিসের প্রাথমিক ধারণা, এটি ব্রিটিশ আমলের ফেলে যাওয়া কোন বিস্ফোরক জাতীয় সরঞ্জাম হতে পারে

Updated By: Aug 15, 2021, 04:41 PM IST
Birbhum: অজয় নদে মিলল ব্রিটিশ আমলের বোমা! চাঞ্চল ছড়াল এলাকায়

নিজস্ব প্রতিবেদন: অজয় নদে স্নান করতে গিয়ে পায়ে ঠেকল পাইপের মতো কোনও বস্তু। ডাঙ্গায় তুলেই সেটিকে বোমা বলে সন্দেহ তীব্র হল। খবর গেল থানায়। এনিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। রবিবার বীরভূমের কাঁকরতলা থানা এলাকার ওই ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।

আরও পড়ুন-PM Modi: 'অসমের মাতঙ্গিনী'! স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করতে গিয়ে বিতর্কে মোদী

রবিবার বীরভূমের কাঁকরতলা থানার নবসন গ্রামে অজয় নদে স্নান করতে নামেন এলাকার কিছু যুবক। সেই সময় তাদের পায়ে ঠেকে পাইপের মতো ভারী কোনও বস্তু। প্রায় ১ টন ওজনের সেই সিলিন্ডারটিকে পাড়ে তুলতেই তা আসলে কী জিনিস তা নিয়ে বিভিন্ন লোক বিভিন্ন মতামত দিতে থাকে। তবে জিনিসটি দেখে তাদের সন্দেহ হয়।  খবর দেওয়া হয় কাঁকরতলা থানায়।

কাঁকরতলা থানার পুলিস এসে ওই সিলিন্ডারের মতো জিনিসটিকে নিরাপদ জায়গায় নিয়ে যায়। সেটিকে বালির বস্তা দিয়ে ঘিরে দেওয়া হয়।  ওসি জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি পুলিসের উপরতলায় খবর দেওয়া হয়েছে।

আরও পড়ুন-Afghanistan-Taliban Threat: Kabul-এ ঢুকল তালিবান, রাজধানী দখল এখন সময়ের অপেক্ষা   

বস্তুটি দেখে পুলিসের প্রাথমিক ধারণা, এটি ব্রিটিশ আমলের ফেলে যাওয়া কোন বিস্ফোরক জাতীয় সরঞ্জাম হতে পারে। উদ্ধার হওয়া বস্তুটি দেখতে মানুষের উপচে পড়ে এলাকায়। উল্লেখ্য, কয়েকমাস আগে এরমই একটি মেটাল বোমা পাওয়া গিয়েছিল দুবরাজপুর থানার লোবা গ্রামের নদীর চরে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.