'মায়ের আর্বিভাব তিথি'তে তারাপীঠে আজ লক্ষাধিক ভক্তের সমাগম
নিজস্ব প্রতিবেদন: আজ তারাপীঠে মায়ের আর্বিভাব তিথি। পূন্যতিথিতে আজ তারাপিঠে লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে। ভক্তিভরে সকলেই মায়ের কাছে মনস্কামনা পূরণের প্রার্থনা জানিয়েছেন।
তারাপীঠে লক্ষাধিক মানুষের সমাগম। বুধবার কোজাগরি লক্ষ্মীপুজোর আগে শুক্লা চর্তুদর্শী তিথিই তারা মায়ের আর্বিভাব তিথি হিসাবে পালিত হয়ে আসছে। কথিতআছে পাল রাজত্বের সময় জয়দত্ত সওদাগর স্বপ্নাদেশ পেয়ে শ্মশানের শ্বেত শিমুলের গাছের তলায় পঞ্চমুন্ডির আসনের নিচে মা তারার শিলামুর্তি প্রতিষ্ঠা করেন। পুজোর সূচনা তখন থেকেই। তখন থেকেই জাগ্রত মায়ের পুজো হয়ে আসছে ধূমধাম সহকারে।
আরও পড়ুন- এই চার রাশিতেই লুকিয়ে রয়েছে সৌভাগ্যের চাবিকাঠি!
সিদ্ধপিঠে মা তারা উত্তরমুখী। কিন্তু আর্বিভাব তিথিতে মাকে পশ্চিমমুখী বসিয়ে পুজো করা হয়। সূর্যোদয়ের পর মাকে গর্ভগৃহ থেকে বের করে বিশ্রাম মন্দিরে আনা হয়। তারপর রাজবেশে সাজিয়ে মাতৃআরাধনা।
এদিন মায়ের কোনও অন্নভোগ হয় না। প্রত্যেকেই উপবাসে থাকেন। সন্ধেয় আরতির পর খিচুড়ি আর পাঁচরকম ভাজা দিয়ে ভোগ নিবেদন করা হয়। সেই প্রসাদ খেয়ে উপবাস ভাঙেন ভক্তরা।