নিজস্ব প্রতিবেদন : রাজ্যে প্রধানমন্ত্রীর সফরসূচিতে ফের বদল। শিলিগুড়িতে প্রথম সভার পর মালদা ও শ্রীরামপুরে সভা করছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার বদলে শিলিগুড়ির পর সভা হবে দুর্গাপুরে। এরপর কৃষ্ণনগরে সভা করবেন মোদী। তারপর জানুয়ারির শেষ সপ্তাহে সম্ভবত অনুষ্ঠিত হবে বিজেপির ব্রিগেড। যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন, সহকর্মীর সঙ্গে পরকীয়া সুরজিতের, অন্তরার মৃত্যু তদন্তে নয়া মোড়!

প্রথমে ঠিক ছিল দুর্গাপুরে প্রথম সভা হবে। কিন্তু উত্তরবঙ্গে প্রথম সভা করার ইচ্ছাপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তার জেরেই সভার সূচিতে রদবদল ঘটানো হয়। ১৬ ডিসেম্বর শিলিগুড়িতে সভা করবেন প্রধানমন্ত্রী। এখনও পর্যন্ত নির্ধারিত সূচি অনুযায়ী এরপর ২৪ ডিসেম্বর দুর্গাপুরে মোদীর সভা থাকছে। তারপর ১১ জানুয়ারি কৃষ্ণনগরে করবেন তিনি।

আরও পড়ুন, বিজেপিতে আসতে চেয়ে যোগাযোগ করছেন অনেক তৃণমূল নেতা: মুকুল রায়

বিজেপি সূত্রে জানা গিয়েছে, সম্ভবত জানুয়ারির শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে চলেছে ব্রিগেড। সেক্ষেত্রে ২৯ জানুয়ারি ব্রিগেডের সভা হতে পারে বলে জানা যাচ্ছে। লক্ষ্য লোকসভা। ২০১৯ লোকসভা নির্বাচনে বাংলায় গেরুয়া ঝড় তুলতে মরিয়া বিজেপি শিবির। আর তাই রথযাত্রার মাঝেই দফায় দফায় রাজ্যে আসতে চলেছে মোদী।

English Title: 
PM Modi West Bengal Visit schedule
News Source: 
Home Title: 

রাজ্যে মোদীর সফরসূচিতে ফের বদল, বাদ গেল ২টি সভা

রাজ্যে মোদীর সফরসূচিতে ফের বদল, বাদ গেল ২টি সভা
Yes
Is Blog?: 
No
Section: