পুলিসকর্মীদের 'মোচ্ছব', স্কুলের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে মদের বোতল!

মুখ্যমন্ত্রীর জেলা সফরের সময় এই স্কুলেই থাকার ব্যবস্থা করা হয় নিরাপত্তারক্ষীদের।

Updated By: Feb 22, 2018, 04:48 PM IST
পুলিসকর্মীদের 'মোচ্ছব', স্কুলের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে মদের বোতল!

নিজস্ব প্রতিবেদন : তিনদিন ছুটি ছিল স্কুল। ছুটির পর স্কুলে ঢুকতেই চক্ষু চড়কগাছ পড়ুয়া থেকে শিক্ষাকর্মী সকলের। যেন কোনও ক্লাসরুম নয়, পানাশালায় এসে উপস্থিত হয়েছেন তাঁরা। শ্রেণিকক্ষ থেকে মাঠ সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মদের বোতল। শুধু তাই নয়, ক্লাসরুমের টেবিল-চেয়ার, সুইচ ভাঙা। গোটা ক্লাসরুমেই লন্ডভন্ড পরিস্থিতি। ঘটনাটি মালদার সাহাপুর হাইস্কুলের।

কিন্তু কারা স্কুলের এমন দশা করল?
খোঁজ নিয়ে জানা গেল, জেলা সফরের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকার ব্যবস্থা হয় গৌড় ভবনে। ফলে ওই এলাকায় পুলিসি নিরাপত্তার ব্যবস্থাও করা হয়। আর গৌড় ভবনের ঠিক পাশেই অবস্থিত সাহাপুর হাইস্কুল। জেলা প্রশাসনের তরফে এই স্কুলেই নিরাপত্তারক্ষীদের থাকার ব্যবস্থা করা হয়। পুলিশ কর্মীদের বিশ্রামের জন্য বেছে নেওয়া হয় সাহাপুর হাইস্কুল।

আরও পড়ুন, বিঘের পর বিঘে জমিতে চলছে বেআইনি আফিম চাষ, নির্বিকার প্রশাসন

অভিযোগ, সেইসময়ই স্কুলের মধ্যে মদ্যপানের আসর বসান পুলিসকর্মীরা। এককথায় স্কুলের মধ্যেই চলে 'তাণ্ডব'! ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন সাহাপুর হাইস্কুলের প্রধানশিক্ষক। যদিও এই বিষয়ে মুখ খুলতে রাজি হননি জেলা পুলিস কর্তারা। দেখুন, সেই 'মোচ্ছব'-এর ছবি-

.