অন্তঃসত্ত্বাকে মারধরের অভিযোগ পুলিসের বিরুদ্ধে

৯ মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে মারধরের অভিযোগ উঠল পুলিসের বিরুদ্ধে। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সরাসরি খারিজ করল নিমতা থানা। উল্টে মহিলা থানায় কোনও লিখিত অভিযোগই জানাননি বলে দাবি পুলিসের। তবে অভিযোগকারিনীর দাবি, জমিজমা নিয়ে তাঁর স্বামীর সঙ্গে দীর্ঘ দিন ধরে বিবাদ চলছিল ২ ভাসুরের। আজ তা চরমে পৌছয়। স্বামীকে নিয়ে নিমতা থানায়  অভিযোগ জানাতে গিয়ে মহিলা দেখেন, আগেই সেখানে গিয়ে তাঁদের বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের করেছে ২ ভাসুর ও শ্বাশুড়ি। মহিলার অভিযোগ, সে সময় থানার মধ্যে পুলিসের সামনেই স্বামীকে মারধর করে ২ ভাসুর। স্বামীকে বাঁচাতে গেলে পুলিস তাঁকে ধাক্কা মেরে ফেলে দেয়। নিমতা থানার পুলিস মহিলার স্বামী সহ ২ ভাসুরকে গ্রেফতার করেছে। 

Updated By: Jun 9, 2017, 06:58 PM IST
অন্তঃসত্ত্বাকে মারধরের অভিযোগ পুলিসের বিরুদ্ধে

ওয়েব ডেস্ক: ৯ মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে মারধরের অভিযোগ উঠল পুলিসের বিরুদ্ধে। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সরাসরি খারিজ করল নিমতা থানা। উল্টে মহিলা থানায় কোনও লিখিত অভিযোগই জানাননি বলে দাবি পুলিসের। তবে অভিযোগকারিনীর দাবি, জমিজমা নিয়ে তাঁর স্বামীর সঙ্গে দীর্ঘ দিন ধরে বিবাদ চলছিল ২ ভাসুরের। আজ তা চরমে পৌছয়। স্বামীকে নিয়ে নিমতা থানায়  অভিযোগ জানাতে গিয়ে মহিলা দেখেন, আগেই সেখানে গিয়ে তাঁদের বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের করেছে ২ ভাসুর ও শ্বাশুড়ি। মহিলার অভিযোগ, সে সময় থানার মধ্যে পুলিসের সামনেই স্বামীকে মারধর করে ২ ভাসুর। স্বামীকে বাঁচাতে গেলে পুলিস তাঁকে ধাক্কা মেরে ফেলে দেয়। নিমতা থানার পুলিস মহিলার স্বামী সহ ২ ভাসুরকে গ্রেফতার করেছে। 

 

.