মমতার ডাকে ব্রিগেডে তারকা সমাবেশ, নেত্রীর পাশে থাকছেন ২২ হেভিওয়েট, দেখুন একনজরে...
ভিআইপিদের নিরাপত্তার জন্য এবার ১২ টি ‘জোন’ ভাগ করা হয়েছে চত্বর।
নিজস্ব প্রতিবেদন: তৃণমূলের এবারের ব্রিগেডে হেভিওয়েটদের ছড়াছড়ি। যেন মোদী বিরোধী শক্তিপ্রদর্শনের মঞ্চ এই ব্রিগেডের সভা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে শুক্রবারের মধ্যেই চলে আসছেন রাজনীতির তারকারা।
ভিআইপিদের নিরাপত্তার জন্য এবার ১২ টি ‘জোন’ ভাগ করা হয়েছে চত্বর। প্রতিটি জোনের নিরাপত্তার দায়িত্বে থাকছেন একজন করে ডিসি। মাঠের পাশে ৬ টি নজরমিনারে দূরবীন নিয়ে থাকছেন সশস্ত্র বাহিনী। এছাড়াও ব্রিগেডের আশেপাশের বহুতলের ছাদে থাকছে কম্যান্ডো বাহিনী। ভিন রাজ্য থেকে আসা অতিথিদের জন্য আলিপুর ও ধর্মতলায় পাঁচতারা হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অতিথিদের জ়েড প্লাস নিরাপত্তার কথা মাথায় রেখে ওই সব রাজ্যের পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে পৃথক নিরাপত্তা সেল তৈরি করা হয়েছে।
আরও পড়ুন: ভোর ৪টে থেকে পুলিস, বহুতলের ছাদে কমান্ডো, ১৯’র ব্রিগেডে নজিরবিহীন নিরাপত্তা
কে কখন আসছেন দেখুন একনজরে...
দেবগৌড়াকে দুপুর দেড়টায় সুব্রত মুখোপাধ্যায় আনতে যাবেন
চন্দ্রবাবু নাইডু প্রাইভেট ফ্লাইটে আসছেন ব্রিগেডে। দীনেশ ত্রিবেদী তাঁকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন
শারদ পাওয়ার কলকাতার পৌঁছচ্ছেন বিকাল চারটায়। তাঁকে অভ্যর্থনা জানাবেন ব্রাত্য বসু।
অখিলেশ যাদব কলকাতায় পৌঁছবেন বিকাল সাড়ে চারটেয়। তাঁকে আনতে যাচ্ছেন নাজিমুল হক।
ফারুক আব্দুল্লাহ সন্ধে সাড়ে সাতটা নাগাদ আসবেন। তাঁকে অভ্যর্থনা জানাতে যাবেন জাবেদ খান
হেমন্ত আসবেন সাড়ে ১১টা নাগাদ। একটি ফ্লাইট বুকিং করা হয়েছে।
যশবন্ত সিনহা আসছেন রাত ১০.২০ মিনিটে। তাঁকে অভ্যর্থনা জানাবেন পূর্ণেন্দু বসু।
আরও পড়ুন: ১২৫টির বেশি আসন পাবে না বিজেপি, আঞ্চলিক দলগুলিই নির্ধারক: মমতা
অজিত সিং এবং জয়ন্ত চৌধুরী আসছেন সন্ধ্যা সাতটা নাগাদ। তাঁকে রিসিভ করতে যাবেন দিনেশ বাজাজ।
অরুণ সুরিয়া আসছেন দুপুর ২টো নাগাদ। তাঁকে অভ্যর্থনা জানাবেন মণীশ গুপ্ত।
জিগ্নেশ মোভানি রয়েছে রাত ১১ টা ১০ মিনিটে। তাঁকে অভ্যর্থনা জানাবেন অসীম বসু
হার্দিক পাটেল আসছেন সন্ধ্যা ৬ টা নাগাদ, শত্রুঘ্ন সিনহা আসছেন রাত্রি ৮.২০ মিনিটে। তাঁকে অভ্যর্থনা জানাবেন শতাব্দি রায়।
শরত্ যাদব এবং যোগেশ কুমার আসছেন ১.২০ মিনিটে। তাঁকে অভ্যর্থনা জানাবেন সব্যসাচী দত্ত।
এম কে স্ট্যালিন আসছেন সন্ধ্যে ৬টা। তাঁকে আনতে যাবেন শশী পাঁজা।
সতীশ মিশ্র আসবেন রাত ৮টা ১০ মিনিটে। তাঁকে অভ্যর্থনা জানাবেন শুখেন্দু শেখর রায়।
অভিষেক মনু সিংভি আসছেন সন্ধ্যে ৭টা ৩৫ মিনিটে। তাঁকে অভ্যর্থনা জানাবেন মানস ভুঁইয়া, মল্লিকার্জুন খাড়গে।