মাঝ পৌষে বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহান্তে ফের জাঁকিয়ে শীত দক্ষিণবঙ্গে

আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আবহাওয়া দফতর আজ কলকাতা ও তার পাশ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Reported By: প্রিতম দে | Edited By: Priyanka Dutta | Updated By: Dec 26, 2019, 10:35 AM IST
মাঝ পৌষে বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহান্তে ফের জাঁকিয়ে শীত দক্ষিণবঙ্গে

নিজস্ব প্রতিবেদন: পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের জের, ইতিমধ্যেই এক ধাক্কায় পারদ চড়ল প্রায় ২ ডিগ্রি। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আবহাওয়া দফতর আজ কলকাতা ও তার পাশ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে। সেখানে কলকাতার তুলনায় বেশি বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। কলকাতায় মেঘলা আকাশ জারি থাকবে। 

তবে দক্ষিণবঙ্গে এমন পরিস্থিতি হলেও উত্তরের জেলাগুলিতে কিন্তু ঠান্ডা থাকছেই। আগামিকাল দার্জিলিংয়ে বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে মাঝ পৌষে দক্ষিণবঙ্গেবৃষ্টি হলেও এ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না বলেই মনে করা হচ্ছে। দক্ষিণবঙ্গে শনিবার থেকে ফের জাঁকিয়ে ঠান্ডা পড়বে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। 

.