প্রেমের সাজা! কলেজ ছাত্রের মাথা মুড়িয়ে দিল প্রেমিকার পরিবার

Updated By: Oct 25, 2017, 09:27 PM IST
প্রেমের সাজা! কলেজ ছাত্রের মাথা মুড়িয়ে দিল প্রেমিকার পরিবার

নিজস্ব প্রতিবেদন : প্রেমের সাজা! কলেজ ছাত্রের মাথা মুড়িয়ে, মেরে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠল মেয়ের বাড়ির বিরুদ্ধে। ঘটনাটি বীরভূমের সাঁইথিয়ার।

হসপিটালিটি নিয়ে পাঠরত ছাত্রের সঙ্গে মেয়ের সম্পর্ক মানতে পারেননি রেলকর্মী বাবা। একসঙ্গে বাড়ি ছাড়বে বলে ঠিক করেছিল দুজনে। কিন্তু শেষ মুহূর্তে জেনে ফেলে মেয়ের বাড়ির লোকেরা। অভিযোগ, এরপরই ওই কিশোরের ওপর চড়াও হন তাঁরা। কিশোরকে তুলে নিয়ে যাওয়া হয়। মদ খাইয়ে শুরু হয় অত্যাচার। মেরে তার হাত ভেঙে দেওয়া হয়। মাথার চুল কেটে নেওয়া হয়।

খবর পেয়ে কিশোরের বাড়ির লোকেরা তাঁকে উদ্ধার করে । আহত ছাত্রকে বোলপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন, ধার শোধ না করায় নাক কেটে নিল ঋণদাতা!

.