পুরভোটে বিজেপির 'মুখ' শোভন, স্পষ্ট ইঙ্গিত রাহুলের!

পুরভোটে এবার স্থানীয় ইস্যুকেই হাতিয়ার করতে চাইছে গেরুয়া শিবির। একইসঙ্গে তুলে ধরা হবে তৃণমূল নেতৃত্বের নানা দুর্বলতা।

Updated By: Mar 12, 2020, 12:13 PM IST
পুরভোটে বিজেপির 'মুখ' শোভন, স্পষ্ট ইঙ্গিত রাহুলের!

নিজস্ব প্রতিবেদন : দালালদের আটকানোর ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই। তাই বিভিন্ন সময় চটকদারি ঘোষণা করে রাজ্যবাসীর মন ঘোরাতে চাইছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের চেকপোস্ট বন্ধের ঘোষণাকে এভাবেই কটাক্ষ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা।

বুধবার মেদিনীপুর শহরে এক দলীয় বৈঠকে যোগ দিতে আসেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সম্পাদক। বৈঠক শেষে এক চা চক্রে যোগ দিয়ে একের পর এক ইস্যুতে রাজ্য সরকার তথা তৃণমূল শিবিরের উদ্দেশে তোপ দাগেন তিনি। চেকপোস্ট বন্ধের ঘোষণাকে 'চটকদারি সিদ্ধান্ত' বলে কটাক্ষের পাশাপাশি 'বাংলার গর্ব' মমতা কর্মসূচিকেও তীব্র ভাষায় কটাক্ষ করেন রাহুল সিনহা। "প্রতিশ্রুতি ভঙ্গ করা ছাড়া আর কী গর্বের কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?" প্রশ্ন তোলেন তিনি। পুরভোটের আগে ড্যামেজ কন্ট্রোলের জন্যই মুখ্যমন্ত্রী বিভিন্ন ঘোষণা করছেন বলে দাবি করেন রাহুল সিনহা।

আরও পড়ুন, পার্থ চট্টোপাধ্যায়কে 'কমেডিয়ান' বলে কটাক্ষ সায়ন্তন বসুর

আরও পড়ুন, সামনে পুরনির্বাচন, চাপে এক ধাক্কায় ওজন কমছে কলকাতার মহানাগরিকের

উল্লেখ্য, হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। তারপরই ঘোষণা হতে পারে পুরসভা নির্বাচনের নির্ঘণ্ট। বিজেপি সূূত্রে খবর, পুরভোটে এবার স্থানীয় ইস্যুকেই হাতিয়ার করতে চাইছে গেরুয়া শিবির। একইসঙ্গে তুলে ধরা হবে তৃণমূল নেতৃত্বের নানা দুর্বলতা। এর পাশাপাশি, পুরভোটে বিজেপি শিবির যে শোভন চট্টোপাধ্যায়কেই মুখ হিসেবে সামনে রেখে লড়াইয়ের ময়দানে নামবে, বুধবার কার্যত তা স্পষ্ট করে দেন রাহুল সিনহা।

.