উত্তরের সঙ্গে রেল পরিষেবা স্বাভাবিক হতে লাগতে পারে এক মাসেরও বেশি সময়

উত্তরবঙ্গগামী সব ট্রেন-ই কার্যত বাতিল করা হয়েছে। দেখে নিন তালিকা-

Reported By: শ্রেয়সী গঙ্গোপাধ্যায় | Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Dec 16, 2019, 06:38 PM IST
উত্তরের সঙ্গে রেল পরিষেবা স্বাভাবিক হতে লাগতে পারে এক মাসেরও বেশি সময়

নিজস্ব প্রতিবেদন : নাগরিকত্ব সংশোধনী আইনের (Citizenship Amendment Act 2019) প্রতিবাদে বিক্ষোভের জেরে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ (Rail Service) সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। কবে আবার তা পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে? নির্দিষ্ট সূচি ও রুট অনুযায়ী রেল পরিষেবা চালু করা সম্ভব হবে? তা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে রেল আধিকারিকদের কপালে। তাঁদের মতে, মেরামতিতে এক মাসেরও বেশি সময় লাগতে পারে।

হাওড়া ও শিয়ালদহ থেকে মালদহ পর্যন্ত ট্রেন গেলেও, ভালুকা স্টেশনে প্যানেল সিস্টেম ভেঙে দেওয়ায় উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের ট্রেন যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। রেল কর্তাদের মতে, নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA) বিরুদ্ধে প্রতিবাদের নামে তাণ্ডবের জেরে  রাজ্যে রেলের প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি ক্ষতি হয়েছে। রেললাইন থেকে প্যানেল রুম তছনছ। স্টেশনে, ট্রেনে আগুন জ্বালানো হয়েছে। শুধুমাত্র হাওড়া-খড়গপুর শাখাতেই নষ্ট হয়েছে ১৩ কোটি টাকার সম্পত্তি। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পূর্ব রেলে। এই পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে রাজ্যের স্টেশনগুলিতে অতিরিক্ত বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে রেল। এদিকে, আজও কৃষ্ণনগর ও লালগোলা সেকশন এবং নিউ ফরাক্কা ও আজিমগঞ্জ সেকশনে একাধিক ট্রেন বাতিল, যাত্রাপথ কাটছাঁট ও রুট পরিবর্তন করা হয়েছে। কার্যত উত্তরবঙ্গগামী সব ট্রেন-ই বাতিল করা হয়েছে।

বাতিল ২০টি ট্রেন-
আপ ও ডাউন দার্জিলিং মেল
আপ ও ডাউন উত্তরবঙ্গ এক্সপ্রেস
আপ ও ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেস
আপ ও ডাউন পদাতিক এক্সপ্রেস
আপ কলকাতা-যোগবাণী এক্সপ্রেস
আপ ও ডাউন শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা তিস্তা তোর্স এক্সপ্রেস
আপ ও ডাউন কলকাতা-রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেস
আপ ও ডাউন শিয়ালদা-সাহারসা-শিয়ালদা এক্সপ্রেস
আপ ও ডাউন হাওড়া-কাটিহার-হাওড়া এক্সপ্রেস
আপ ও ডাউন হাওড়া-ডিব্রুগড়-হাওড়া এক্সপ্রেস
আপ ও ডাউন নবদ্বীপ ধাম-মালদা টাউন-নবদ্বীপ ধাম এক্সপ্রেস
ডাউন আজিমগঞ্জ -হাওড়া কবিগুরু এক্সপ্রেস
আপ শিয়ালদা-পুরী দুরন্ত এক্সপ্রেস
আপ ও ডাউন হাওড়া-মালদা টাউন-হাওড়া এক্সপ্রেস
আপ ও ডাউন কলকাতা-লালগোলা-কলকাতা এক্সপ্রেস
আপ ও ডাউন হাওড়া-গুয়াহাটি-হাওড়া এক্সপ্রেস
আপ ও ডাউন হাওড়া-বালুরঘাট-হাওড়া এক্সপ্রেস
আপ ও ডাউন হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া এক্সপ্রেস
আপ ও ডাউন ভাগীরথী এক্সপ্রেস
ডাউন বালুরঘাট-কলকাতা এক্সপ্রেস

যাত্রাপথ কাটছাঁট ৩ ট্রেনের-
আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মালদা টাউন স্টেশন পর্যন্ত যাবে।
আপ কলকাতা-বালুরঘাট এক্সপ্রেস মালদা টাউন স্টেশন পর্যন্ত যাবে।
আপ হাওড়া-আজিমগঞ্জ এক্সপ্রেস রামপুরহাট স্টেশন পর্যন্ত যাবে। আবার রামপুরহাট থেকেই ছাড়বে ডাউন ট্রেন।

আরও পড়ুন, বিক্ষোভের জেরে ব্যাপক ক্ষতি, নিরাপত্তায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করল রেল

রুট পরিবর্তন-
আপ শিয়ালদা-শিলঘাট এক্সপ্রেসকে গুমানি-বারহারওয়া-কিউল দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
ডাউন মুজফ্ফরপুর-যশবন্তপুর এক্সপ্রেসকে সাহেবগঞ্জ দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।

.