রেল কর্মীদের দেখা নেই, ওদের সম্পত্তিতে আগুনে ছুটে গেলেন আমার মুখ্যমন্ত্রী: ব্রাত্য বসু

এদিন তিনি আরও বলেন, 'কেন্দ্রীয় সরকারের সম্পত্তিতে আগুন লাগছে। রাতের বেলা আমার মুখ্যমন্ত্রী হুড়মুড় করে গিয়ে হাজির হচ্ছে।'

Updated By: Mar 9, 2021, 02:47 PM IST
রেল কর্মীদের দেখা নেই, ওদের সম্পত্তিতে আগুনে ছুটে গেলেন আমার মুখ্যমন্ত্রী: ব্রাত্য বসু
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: স্ট্র্যান্ড রোড (Strand Road) অগ্নিকাণ্ড নিয়ে বিজেপি নেতাদের ঠুকলেন মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। একইসঙ্গে অমিত মালব্যের (amit malviya) টুইটারে প্রতিবাদও করেছেন তিনি। 'স্ট্র্যান্ড রোডের মর্মান্তিত অগ্নিকাণ্ডের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে।' মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন ব্রাত্য বসু। গতকাল স্ট্র্যান্ড রোডে রেল বিল্ডিং-এর আগুনে মৃত্য়ু হয়েছে ৯ জনের। ঘটনায় ফের রেলকেই দোষারোপ করলেন ব্রাত্য বসু। ঘটনায় তাঁর প্রশ্ন , 'এই বহুতল সম্পূর্ণ রেলের সম্পত্তি। তবু দুর্ঘটনার সময়ে রেলের কোনও ঊর্ধ্বতন কর্ম কর্তাকে  কেন দেখা গেল না? তার আগের দিন এত বড় ব্রিগেডের পরও পরের দিন একজন নেতা নেত্রীকেও ঘটনাস্থলে দেখা গেল না।

এদিন তিনি আরও বলেন, 'কেন্দ্রীয় সরকারের সম্পত্তিতে আগুন লাগছে। রাতের বেলা আমার মুখ্যমন্ত্রী হুড়মুড় করে গিয়ে হাজির হচ্ছে। এত বড় দুর্ঘটনা নিয়ে রাজনীতি হওয়া উচিৎ নয়। যাঁরা মারা গিয়েছেন তাঁদের জন্য আমার তরফ থেকে এবং দলের তরফ থেকে সমবেদনা জানানো হচ্ছে।'

আরও পড়ুন:  স্ট্র্যান্ডরোড অগ্নিকাণ্ড: SSKMএ এখনও পড়ে ঝলসানো একটি দেহ, কে এই ব্যক্তি? মেলেনি খোঁজ

উল্লেখ্য, গতকালের ঘটনায় কার্যত তোলপাড় গোটা শহর। পূর্ব রেলের (Western Rail) দফতরে অগ্নিকাণ্ড নিয়ে জারি কেন্দ্র-রাজ্য চাপানউতোর। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর অভিযোগ, রাজ্যে কোনও দুর্ঘটনা ঘটলেই সেই দায় অন্যের উপর দেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ  মৃতদের পরিবারের প্রতি সমবেদনা এবং জখমদের দ্রুত আরোগ্য কামনা করেন টুইটারে। 

.