নবমীতে ভারী বর্ষণের পূর্বাভাস, বৃষ্টিতে মাটি হতে পারে বিজয়া দশমীও
ওয়েব ডেস্ক: দু্র্গাষ্টমীর পর নবমীতেও আশঙ্কার খবর শোনাল আবহাওয়া দফতর। কলকাতা ও সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুত্সহ বর্ষণের পূ্র্বাভাস। ইতিমধ্যে এক পশলায় ভিজেছে মহানগরী। তবে হাওয়া অফিসের দাবি, বৃষ্টি হবে আরও।
অষ্টমীর মতো নবমীর দুপুরেও কলকাতা ও সংলগ্ন এলাকায় এক পশলা ভারী বর্ষণ হয়। বৃষ্টির জেরে নাস্তানাবুদ হন প্রতিমা দর্শনার্থীরাও। একে রাস্তায় পুজোর ভিড়, সঙ্গে বৃষ্টি, ফলে বহু রাস্তায় স্লথ হয়ে যায় যানচলাচল।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, নবমীতে কলকাতা ও শহরতলীতে বজ্রবিদ্যুত্সহ বৃষ্টি হবে। মাঝারি বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনাতেও।
ওদিকে মৌসম ভবন বলছে, পশ্চিমবঙ্গ উপকূলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার জেরে উত্তরবঙ্গে অতিভারী ও দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস জারি হয়েছে। আরও খারাপ খবর, দশমীতেও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে মৌসম ভবন।