সপ্তাহান্তে ফের বৃষ্টির পূর্ভাবাস বঙ্গে, বুধবার ঢুকছে পশ্চিমীঝঞ্ঝা

বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে সপ্তাহের মাঝামাঝিতে। তার জেরেই প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে।

Updated By: Mar 16, 2020, 09:36 AM IST
সপ্তাহান্তে ফের বৃষ্টির পূর্ভাবাস বঙ্গে, বুধবার ঢুকছে পশ্চিমীঝঞ্ঝা

নিজস্ব প্রতিবেদন: সারাদিন বৃষ্টির পর আজ একলাফে বাড়ল কলকাতার তাপমাত্র। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে ৩ ডিগ্রি। আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টির উপকূলের জেলাগুলিতে। রাজ্যের বাকি অংশের শুষ্ক আবহাওয়া জারি রয়েছে। আগামী ৭২ ঘণ্টায় রাত ও দিনের তাপমাত্রায় খুব একটা পরিবর্তন নেই। সপ্তাহান্তে আবারও ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবাহওয়া দফতর। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে সপ্তাহের মাঝামাঝিতে। তার জেরেই প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে।

আরও পড়ুন: করোনার কাঁটা! শিক্ষা প্রতিষ্ঠানের পর এবার তালা পড়ল জাদুঘর, বিড়লা মিউজিয়াম, সায়েন্সসিটিতেও

আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে। কলকাতায় রাতের তাপমাত্রা বাড়ল ৩ ডিগ্রি। আজ কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪২ থেকে ৯২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়নি। নতুন করে আবার পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে বুধবার নাগাদ।

.