রাজ্যের নতুন মুখ্যসচিব হচ্ছেন রাজীব সিনহা
মলয় দের পদে কে বসছেন তা নিয়ে বেশ কয়েকদিন ধরে নবান্নের তলায় তলায় আলোচনা চলছিল। এদিনের ঘোষণায় সেই জল্পনার আবসান ঘটল।
নিজস্ব প্রতিবেদন: রাজ্যের নতুন মুখ্যসচিব হচ্ছেন রাজীব সিনহা। বৃহস্পতিবার নবান্ন থেকে একথা জানানো হয়েছে। বর্তমানে স্বাস্থ্য দফতরের প্রধান সচিবের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। সঙ্গে রয়েছেন অতিরক্ত মুখ্য সচিবের দায়িত্বে। ১ অক্টোবর দায়িত্ব নেবেন তিনি।
আগামী ৩০ সেপ্টেম্বর অবসর নিচ্ছেন মুখ্যসচিব মলয় দে। ২০১৭ সালের ৩০ জুন থেকে এই দায়িত্ব সামলাচ্ছেন তিনি। তার আগে স্বরাষ্ট্রসচিবের দায়িত্ব সামলেছেন ১৯৮৫ ব্যাচের এই আইএএস।
মলয় দের পদে কে বসছেন তা নিয়ে বেশ কয়েকদিন ধরে নবান্নের তলায় তলায় আলোচনা চলছিল। এদিনের ঘোষণায় সেই জল্পনার আবসান ঘটল।
নারদ কাণ্ডে গ্রেফতার বর্ধমানের প্রাক্তন পুলিস সুপার এস এম এইচ মির্জা
আইপিএস মহলে দক্ষ আধিকারিক হিসাবে পরিচিত রাজীব সিন্হা। ১৯৮৬ ব্যাচের এই আধিকারিকের ওপরেই আপাতত বর্তাচ্ছে রাজ্য প্রশাসন পরিচালনার ভার।