শহরে স্বরাষ্ট্রমন্ত্রী, নবান্নে আজ চার রাজ্যের সঙ্গে বৈঠক রাজনাথের

সকাল এগারোটায় নবান্নের সভাঘরে বসবে ইস্টার্ন কাউন্সিলের বৈঠক। 

Updated By: Oct 1, 2018, 08:00 AM IST
শহরে স্বরাষ্ট্রমন্ত্রী, নবান্নে আজ চার রাজ্যের সঙ্গে বৈঠক রাজনাথের

নিজস্ব প্রতিবেদন: শহরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং। ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে যোগ দিতে রবিবার কলকাতায় এসেছেন স্বরাষ্ট্র মন্ত্রী। সোমবার তাঁর ওই বৈঠকে যোগ দেওয়ার কথা।

আরও পড়ুন-সীমা লঙ্ঘন করে ভারতের আকাশে দেখা গেল পাক হেলিকপ্টার

এদিন সকাল এগারোটায় নবান্নের সভাঘরে বসবে ইস্টার্ন কাউন্সিলের বৈঠক। কী আলোচনা হবে ওই বৈঠকে? নবান্ন সূত্র জানা যাচ্ছে প্রশাসনিক ও পরিকাঠামো গঠন সহ একগুচ্ছ বিষয়ে কথা হবে ওই বৈঠকে। পুলিসের আধুনিকীকরণ, ফ্রেট করিডোর গঠন, মাওবাদী সমস্যা, রাজ্যগুলির পারস্পরিক সম্পর্ক নিয়ে বিভিন্ন সমস্যা মেটাতেও ওই বৈঠকে আলোচনা করবেন রাজনাথ।

আরও পড়ুন-ভোটের মুখে রাজ্যে পৃথক গো মন্ত্রক খুলেছে শিবরাজ সিং সরকার

প্রতিবেশী রাজ্যগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে তুলতে ও বিভিন্ন সমস্যা মেটাতে গড়ে তোলা হয়েছে পৃথক একটি কাউন্সিল। ওই কাউন্সিলে রয়েছে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশা। বৈঠকে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে থাকবেন মুখ্যসচিব ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।

 

.