রাজ্যের ৫৬৮ বুথে আজ পুনর্নির্বাচন, অশান্তি এড়াতে তত্পর কমিশন
ভোটগ্রহণ শুরু হবে সকাল ৭টায়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। ১৭মে ভোটগণনা। বুধবারের পুনর্নির্বাচনে কোনও অশান্তি রুখতে তত্পর কমিশন।
নিজস্ব প্রতিবেদন : রাজ্যে পঞ্চায়েত ভোটের বলি ইতিমধ্যেই ২১। জেলায় জেলায় অশান্তির আবহে ভোট পড়েছে ৮২ শতাংশ। কোথাও বুথ দখল করে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে, তো কোথাও আবার ব্যালট বাক্স নষ্ট করে দেওয়া হয়েছে। এরই মাঝে বুধবার রাজ্যের ১৯টি জেলার ৫৬৮টি বুথে পুনর্নির্বাচনের ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোট হচ্ছে না ভাঙড় ও ঝাড়গ্রামে। কমিশনের তরফে জানানো হয়েছে, এবার প্রতিটি বুথে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। প্রতিটি বুথে নিরাপত্তার দায়িত্বে থাকছেন একজন করে এএসআই ও একজন সশস্ত্র রক্ষী। ভোটগ্রহণ শুরু হবে সকাল ৭টায়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। ১৭মে ভোটগণনা। বুধবারের পুনর্নির্বাচনে কোনও অশান্তি রুখতে তত্পর কমিশন।
একনজরে দেখে নেওয়া যাক কোথায় কোথায় পুনর্নির্বাচন হচ্ছে আজ-
হুগলি---১০
পশ্চিম মেদিনীপুর---২৮
পূর্ব মেদিনীপুর---২৩
জলপাইগুড়ি---৫
কোচবিহার---৫২
পুরুলিয়া---৭
কোচবিহার---৫২
মুর্শিদাবাদ---৬৩
নদিয়া---৬০
উত্তর দিনাজপুর---৭৩
দক্ষিণ দিনাজপুর---৩৫
পশ্চিন বর্ধমান---১৮
পূর্ব বর্ধমান---৩
উত্তর ২৪ পরগনা---৫৯
দক্ষিণ ২৪ পরগনা---২৬
মালদহ---৫৫
বীরভূম---৬
বাঁকুড়া---৫
আলিপুরদুয়ার---২
হাওড়া---৩৮