বয়লার ছিটকে এল পাশের বাড়িতে! সাঁইথিয়ায় রাইস মিল বিস্ফোরণে মৃত ১
বয়লার ছিটকে গিয়ে এসে লাগে পাশের একটি বাড়িতে।
![বয়লার ছিটকে এল পাশের বাড়িতে! সাঁইথিয়ায় রাইস মিল বিস্ফোরণে মৃত ১ বয়লার ছিটকে এল পাশের বাড়িতে! সাঁইথিয়ায় রাইস মিল বিস্ফোরণে মৃত ১](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/12/19/163537-capture.jpg)
নিজস্ব প্রতিবেদন : ভয়াবহ দুর্ঘটনা বীরভূমের সাঁইথিয়ায়। সাঁইথিয়ার মদনপুরে রাইস মিলের বয়লার বিস্ফোরণে প্রাণ হারালেন একজন। আহত হয়েছেন আরও ২ জন। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বীরভূমের সাঁইথিয়ার মদনপুরে৷
আরও পড়ুন, কলকাতা পুরসভার উপনির্বাচনে জয়ী তৃণমূল, অনেক ভোট কমল বিজেপির
জানা গিয়েছে, বীরভূমের সাঁইথিয়ার মদনপুরে অবস্থিত রাইস মিলটি। সেই মিলের বয়লার বিস্ফোরণে ফেটে যায় এদিন সকালে। বয়লার ছিটকে গিয়ে এসে লাগে পাশের একটি বাড়িতে। বিস্ফোরণের পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাড়িটি।
আরও পড়ুন, নিম্নচাপ কাটতেই ছন্দে শীত, বড়দিনের আগেই পড়তে চলেছে জাঁকিয়ে ঠান্ডা
বিস্ফোরণের ফলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম অঞ্জলি। আহত হয়েছেন আরও ২ জন। বিস্ফোরণের ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনার প্রতিবাদে সাঁইথিয়া-সিউড়ি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী।
আরও পড়ুন, টিকিয়াপাড়ায় চামড়ার কাজের আ়ডালে চলত অস্ত্র তৈরি, টেরই পাননি প্রতিবেশীরা
বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় সাঁইথিয়া থানার পুলিশ। কী কারণে বিস্ফোরণ ঘটে, সে সম্বন্ধে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু হয়েছে।