জাতীয় সড়কে চাঁদার জুলুমবাজির প্রতিবাদে রুদ্রমূর্তি রূপার, দেখুন

বর্ধমান-বোলপুর জাতীয় সড়কের উপর আলমপুর মোড়ে আটকে পড়ে সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের গাড়ি।

Updated By: Jan 24, 2018, 02:13 PM IST
জাতীয় সড়কে চাঁদার জুলুমবাজির প্রতিবাদে রুদ্রমূর্তি রূপার, দেখুন

নিজস্ব প্রতিবেদন : জাতীয় সড়কের উপর চাঁদার জুলুমের শিকার খোদ সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। গাড়ি থেকে নেমে প্রতিবাদ করলে, বিজেপি সাংসদের সঙ্গে বচসা শুরু হয়ে যায় তোলাবাজদের। রাগে অগ্নিশর্মা হয়ে ওঠেন রূপাও।

অভিযোগ, বর্ধমান-বোলপুর জাতীয় সড়কের উপর আলমপুর মোড়ে একের পর এক গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলছিলেন জনা কয়েক যুবক। সেইসময় আটকে পড়ে সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের গাড়িও। এরপরই গাড়ি থেকে নেমে এভাবে চাঁদা তোলার প্রতিবাদ করেন রূপা গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে বচসা বেঁধে যায় যুবকদের।

আরও পড়ুন, 'জয় মা' বলে তলোয়ার হাতে তাণ্ডব, রক্তাক্ত দক্ষিণেশ্বর

যদিও ওই যুবকরা রূপাকে সাফ জানায় যে, তাঁরা চাঁদা তুলবেনই। তাঁরা কোনও অন্যায় করছেন না। তবে, এভাবে চাঁদা তোলার জন্য "আমি যা করার করে নেব" বলে হুঁশিয়ারি দিতেও শোনা যায় বিজেপি সাংসদকে। দেখুন রূপার রুদ্রমূর্তি-

.