পোস্ত ছবির বিতর্কের জের, এবার থেকে বিশ্বভারতীতে শুটিং বন্ধ

বাংলা-হিন্দি মিলিয়ে একাধিক ছবির শুটিং হয়েছে বিশ্বভারতীতে। কাহিনী চিত্রের পাশাপাশি শুটিং হয়েছে তথ্যচিত্রেরও। তবে সম্প্রতি পোস্ত ছবির শুটিং নিয়ে বিতর্ক বাধে। বিতর্ক এই গানের চিত্রায়ণকে ঘিরেই। উপাসনা গৃহে কীভাবে শুটিং করা হল, তা নিয়ে প্রশ্ন ওঠে।

Updated By: Feb 18, 2018, 09:12 PM IST
পোস্ত ছবির বিতর্কের জের, এবার থেকে বিশ্বভারতীতে শুটিং বন্ধ

নিজস্ব প্রতিবেদন: সিনেমার পর্দায় আর দেখা যাবে না কবিগুরুর বিশ্বভারতী। বিশ্বভারতী চত্বরে কাহিনী চিত্র ও তথ্যচিত্রের শুটিং বন্ধ করে দিল কর্তৃপক্ষ। এই মর্মে নোটিস জারি করা হয়েছে। শুধুমাত্র মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক অনুমোদন দিলেই তা ভাবনা চিন্তা করা হবে। জানানো হয়েছে বিশ্বভারতীর নোটিসে।

আরও পড়ুন: তোর ছবি ভাইরাল করব এখনই, কলেজছাত্রীদের ছবি বিকৃত করে হোয়াটসঅ্যাপে ব্ল্যাকমেলিং যুবকের

বাংলা-হিন্দি মিলিয়ে একাধিক ছবির শুটিং হয়েছে বিশ্বভারতীতে। কাহিনী চিত্রের পাশাপাশি শুটিং হয়েছে তথ্যচিত্রেরও। তবে সম্প্রতি পোস্ত ছবির শুটিং নিয়ে বিতর্ক বাধে। বিতর্ক এই গানের চিত্রায়ণকে ঘিরেই। উপাসনা গৃহে কীভাবে শুটিং করা হল, তা নিয়ে প্রশ্ন ওঠে।

আরও পড়ুন: আরও অনেক ব্যাঙ্ক জড়িত, নোট বাতিলের সময়েই বড় জালিয়াতি: পিএনবিকাণ্ডে টুইট মমতার

এই বিতর্কের পরই সিদ্ধান্তটা নিয়ে ফেলল বিশ্বভারতী কর্তৃপক্ষ। যে কোনও ধরনের ছবির শুটিং বন্ধ হল বিশ্বভারতীতে।  বিশ্বভারতী কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে খুশি আশ্রমিক থেকে অধ্যাপক এবং ছাত্রছাত্রীরা।

.