শেষ বেলাতেও নাছোড় বৃষ্টি, দশমীর সকালে তুমুল বর্ষণ কলকাতায়

Updated By: Sep 30, 2017, 09:23 AM IST
শেষ বেলাতেও নাছোড় বৃষ্টি, দশমীর সকালে তুমুল বর্ষণ কলকাতায়

ওয়েব ডেস্ক: আশঙ্কাই সত্যি হল। দশমীর সকালেও দক্ষিণবঙ্গে শুরু হল বিক্ষিপ্ত বৃষ্টি। এক পশলা তুমুল বৃষ্টি হয়েছে শহর কলকাতাতেও।

পুজোর বাকি দিনগুলির মতো দশমীতেও বৃষ্টির পূর্বাভাস জারি করেছিল আবহাওয়া দফতর। জানানো হয়েছিল, বিক্ষিপ্ত-ভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বৃষ্টি হবে উত্তরেও। বাকি দিনগুলির মতো এদিন মোটেও দেরি করেনি বৃষ্টি। সকাল সকাল কলকাতা শহরতলিতে শুরু হয় টিপটিপ। কিছুক্ষণ পরেই মধ্য কলকাতা-সহ লাগোয়া এলাকায় এক নাগাড়ে বৃষ্টি নামে। ছুটির দিনে সাত সকালের বৃষ্টিতে যদিও তেমন হ্যাপা পোহাতে হয়নি কাউকে।

আরও পড়ুন - আবার শুরু দিন গোনা, দেখে নিন ২০১৮-র পুজোর নির্ঘণ্ট

আবহাওয়া দফতর সূত্রের খবর, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। সেই ঘূর্ণাবর্তের জেরেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে কলকাতায়।

.