আমি কোনও প্রাণনাশের হুমকি পাইনি: অমরেন্দ্রকুমার সিং
আমার ফোনেও কয়েকজন সাংবাদিক এবিষয়ে প্রশ্ন করে এসএমএস ও ফোন করেন। নির্দিষ্ট ওই রাজনৈতিক দলের এহেন মন্তব্য নিয়ে আমি গতকাল থেকেই অনেক চিন্তাভাবনা করেছি।
নিজস্ব প্রতিবেদন: ‘‘আমি কোনও প্রাণনাশের হুমকি পাইনি। যা রটানো হচ্ছে, তা একেবারেই মিথ্যা।’’ সাংবাদিক বৈঠক করে জানালেন পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনার অমরেন্দ্রকুমার সিং।
নির্বাচন কমিশন দফতরে বসে অমরেন্দ্রকুমার সিং বলেন, ‘‘রবিবার একটি রাজনৈতিক দল সাংবাদিক সম্মেলন করে দুটি কথা বলে। প্রথমত, আমাকে নাকি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আমার ফোনেও কয়েকজন সাংবাদিক এবিষয়ে প্রশ্ন করে এসএমএস ও ফোন করেন। নির্দিষ্ট ওই রাজনৈতিক দলের এহেন মন্তব্য নিয়ে আমি গতকাল থেকেই অনেক চিন্তাভাবনা করেছি। আমার মনে হল, এর ব্যাখ্যা দেওয়া উচিত। তাই এই সাংবাদিক বৈঠক।’’
আরও পড়ুন: স্ত্রীকে উপহার দিতে বাবা-মায়ের গায়ে থুতু ছেটাল একমাত্র ছেলে!
অমরেন্দ্রকুমার সিং স্পষ্ট করে জানিয়ে দেন, ‘‘আমি কোনও প্রাণনাশের হুমকি পাইনি। আরও স্পষ্ট করে বললে, কোনও রাজনৈতিক দল কিংবা কোনও ব্যক্তিবিশেষের কাছ থেকে আমি কোনও প্রাণনাশের হুমকি পাইনি।’’
আরও পড়ুন: চলন্ত ট্যাক্সির জানলা থেকে বেরিয়ে এল বিশেষ তরল, রবীন্দ্র সরোবরে নারকীয় উল্লাস!
এরপরই দ্বিতীয় প্রসঙ্গ তুলে ধরেন অমরেন্দ্রকুমার সিং। তিনি বলেন, ‘‘ওই রাজনৈতিক দল এও দাবি করেছেন, আমার ঘরে যখন কোনও প্রতিনিধি দল আসে, তখন নাকি কোনও অচেনা লোক আমার ঘরের বাইরে দাঁড়িয়ে থাকেন। আমাদের সমস্ত কথাবার্তা ট্যাপ করা হয়।’’ তিনি আরও বলেন, ‘‘আমার কথা রেকর্ড করা হচ্ছে, এই প্রসঙ্গে কেবল এই কথাই বলব, সমস্ত অভিযোগ মিথ্যা। আমার ঘরের বাইরে আমার ৩ নিরাপত্তারক্ষী ছাড়া অচেনা কোনও লোক থাকেন না। আমার আমার কথা ট্যাপ করার কোনও প্রশ্নই ওঠে না। পুরোটাই মনগড়া অভিযোগ। ’’ তিনি আরও স্পষ্ট করেন, গত ১০ এপ্রিলের পর তাঁর কাছে কোনও রাজনৈতিক প্রতিনিধি দল যায়নি।
প্রসঙ্গত, রবিবার কংগ্রেস নেতা রাহুল সিনহা মন্তব্য করেন, 'তৃণমূল নির্বাচন কমিশনারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।' এদিন তারই পাল্টা সাংবাদিক সম্মেলনে করেন অমরেন্দ্রকুমার সিং।
সাংবাদিক সম্মেলনের মাঝেই তাঁকে পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তা প্রস্তুতি নিয়ে প্রশ্ন করা হয়। তিনি বলেন, ‘‘বিষয়টি আদালতের বিচারাধীন। আমি এখনই গুরুত্বপূর্ণ বিষয়ে মন্তব্য করতে চাই না।’’