সুপ্রিম কোর্ট, হাইকোর্টকে সংবিধান উপেক্ষা করতে বলেনি : কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিচারপতি সুব্রত তালুকদারের মন্তব্য, সংবিধানের ১৪১ ধারা অনুযায়ী, সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে বাধ্য হাইকোর্ট। কল্যাণের পাল্টা যুক্তি, সুপ্রিম কোর্ট হাইকোর্টকে আইন, সংবিধান উপেক্ষা করতে বলেনি।

Updated By: Apr 18, 2018, 02:13 PM IST
সুপ্রিম কোর্ট, হাইকোর্টকে সংবিধান উপেক্ষা করতে বলেনি : কল্যাণ বন্দ্যোপাধ্যায়

নিজস্ব প্রতিবেদন: পঞ্চায়েত ভোটের ভাগ্য এখন আদালতের হাতে। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে ফের শুরু হয়েছে শুনানি। আজ শুরুতেই বিচারপতি সুব্রত তালুকদারের এজলাসে সওয়াল আরম্ভকরেন, তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

কল্যাণের দাবি, বিজেপির আবেদনের কোনও সারবত্তা নেই। তৃণমূলের আইনজীবীর যুক্তি, বিজেপি তাদের আবেদনে বলছে যে তারা মনোনয়ন জমা দিতে পারেনি। কিন্তু, নির্বাচন কমিশনে মুকুল রায় বলেছেন, পুলিস ও তৃণমূলের দুষ্কৃতীরা তাঁদের মনোনয়ন প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছে। এটা কি পরস্পরবিরোধী নয়? আরও পড়ুন- সিঙ্গল বেঞ্চে পঞ্চায়েত মামলার ৫ গুরুত্বপূর্ণ দিক
 
এরপরই, বিচারপতি সুব্রত তালুকদারের মন্তব্য, সংবিধানের ১৪১ ধারা অনুযায়ী, সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে বাধ্য হাইকোর্ট। কল্যাণের পাল্টা যুক্তি, সুপ্রিম কোর্ট হাইকোর্টকে আইন, সংবিধান উপেক্ষা করতে বলেনি। আরও পড়ুন- পঞ্চায়েত মামলা কি সু্প্রিম কোর্টে? ইঙ্গিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

এরপরই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে হাইকোর্ট জানতে চায়, নির্বাচন কমিশন যদি ভোট প্রক্রিয়ার চেয়ে বড় হয়ে যায়, তাহলে তা সংশোধন করবে কে? বিচারপতি সুব্রত তালুকদারের আরও মন্তব্য, ভোটপর্বে প্রার্থীদের অভিযোগের প্রতিকার করা হবে। এবিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখে সুপ্রিম কোর্ট। মনোনয়নের সময় বাড়িয়েও দেয় কমিশন। কিন্তু রাতারাতি তা প্রত্যাহারও করে নেওয়া হয়। এই সিদ্ধান্তে কেউ যদি নিজেকে বঞ্চিত মনে করেন তাহলে তিনি কোথায় যাবেন? তৃণমূলের আইনজীবীকে
প্রশ্ন বিচারপতি সুব্রত তালুকদারের। এখনও চলছে শুনানি। আরও পড়ুন- পঞ্চায়েত আইন না জেনেই তিনি পদে রয়েছেন? কমিশন সচিবকে কটাক্ষ ডিভিশন বেঞ্চের

.