ক্যারম খেলা নিয়ে বচসা, বন্ধুর হাতে কিশোরের মর্মান্তিক পরিণতি

ক্যারাম খেলার নামে জুয়ার আসর বসত। সেই আসরেই দুই কিশোরের মধ্যে মারামারি বাধে।

Updated By: Nov 13, 2018, 07:25 PM IST
ক্যারম খেলা নিয়ে বচসা, বন্ধুর হাতে কিশোরের মর্মান্তিক পরিণতি

নিজস্ব প্রতিবেদন : ক্যারম খেলা নিয়ে বচসা। এক কিশোরকে মাথা থেঁতলে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী কিশোরের বিরুদ্ধে। বাঁকুড়ার কেঠারডাঙা এলাকার  ঘটনা। যে দোকানে ক্যারম খেলা হচ্ছিল, সেখানে ভাঙচুর চালানো হয়। দোকানমালিককে আটক করেছে পুলিস। ঘটনার পরেই বেপাত্তা অভিযুক্ত কিশোর ।

আরও পড়ুন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, বোনের গর্ভে এল মামাতো দাদার সন্তান, পরের ঘটনা আরও ভয়াবহ

রোজকার মতই সোমবার বাঁকুড়ার কেঠারডাঙা এলাকায় গুল মহম্মদের দোকানে ক্যারম খেলা চলছিল। সেখানেই প্রতিবেশী এক কিশোরের সঙ্গে বচসা বাধে বছর চোদ্দর হায়দার আলির। অভিযোগ, এরপরেই ওই কিশোর হায়দারকে মাঠে নিয়ে যায়। সেখানেই তার মাথায় পাথর দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় হায়দারকে সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে গেলে মৃত্যু হয় ।

আরও পড়ুন, দেওরের সঙ্গে পরকীয়া বৌদির! শারীরিক সম্পর্কে লিপ্ত হতে দেখে ফেলে স্ত্রী, তারপর...

মৃত কিশোরের পরিবারের অভিযোগ, গুল মহম্মদ দীর্ঘদিন ধরেই নিজের ঝুপড়ি দোকানে টাকা নিয়ে ক্যারাম খেলার নামে জুয়ার আসর বসাত । সেই আসরেই দুই কিশোরের মধ্যে যখন মারামারি চলছিল, তখন তাদের নিরস্ত করার বদলে উস্কানি দিয়েছিল ওই ব্যবসায়ী ।

আরও পড়ুন, 'তোমার মা দাঁড়িয়ে আছে,' দেখা করতে গিয়ে দুঃস্বপ্নের পরিণতি কিশোরীর

মৃত কিশোরের পরিবারের তরফে অভিযুক্ত কিশোর ও গুল মহম্মদের বিরুদ্ধে বাঁকুড়া সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

.