দাড়িভিট স্কুলে পঠনপাঠনের পরিবেশ ফেরাতে সক্রিয় হোক পুলিস: হাইকোর্ট

স্কুলে লেখাপড়ার পরিবেশ ফেরাতে এবার পুলিসকে সক্রিয় হওয়ার নির্দেশ দিল হাইকোর্ট।

Updated By: Jan 3, 2019, 05:40 PM IST
দাড়িভিট স্কুলে পঠনপাঠনের পরিবেশ ফেরাতে সক্রিয় হোক পুলিস: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদন: প্রায় ৫ মাস আগে দুই প্রাক্তনীর মৃত্যুতে ধুন্ধুমার কাণ্ড ঘটেছিল দাড়িভিট স্কুলে। তারপর থেকেই বিচারের দাবিতে পোস্টার লাগিয়ে স্কুলে শুরু হয় আন্দোলন। দীর্ঘদিন তালাবন্ধ হয়ে পড়েছিল দাড়িভিট স্কুল। মাসখানেক আগে একবার স্কুলের দরজা খুলেওছিল। কিন্তু তাতে আন্দোলন থামেনি। স্কুলে লেখাপড়ার পরিবেশ ফেরাতে এবার পুলিসকে সক্রিয় হওয়ার নির্দেশ দিল হাইকোর্ট।

আরও পড়ুন: গণতন্ত্রের জ্ঞান মোদীর কাছ থেকে নেব না: মমতা

অভিভাবকদের একাংশের দাবি, স্কুলে লেখাপড়ার পরিবেশ নেই। স্কুলের হাল ফেরাতে হাইকোর্টে যান তাঁরা। আজ  হাইকোর্টের বিচারপতি শেখর ববি শরাফের নির্দেশ...

স্কুলে প়ডাশোনার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে

এসডিও এবং এসপি-কে নির্দেশ, অবিলম্বে স্কুলেপুলিস পিকেট বসাতে হবে

খড়দহ: ছেলেকে টিউশনে দিতে গিয়েছিলেন, ফেরার পথে গৃহবধূকে গণধর্ষণ

আন্দোলনকারীদের পোস্টারও অবিলম্বে খুলে ফেলতে হবে

যদিও দাড়িভিটে গুলিতে মৃত তাপস বর্মনের বাবা অবশ্য বলছেন, যতদিন না বিচার পাচ্ছেন পোস্টার সরাবেন না।

প্রশাসনকে সক্রিয় হওয়ার নির্দেশ হাইকোর্টের। নড়তে নারাজ আন্দোলনকারীরাও। স্কুলে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনাই এখন চ্যালেঞ্জ প্রশাসনের।

 

.