নিজস্ব প্রতিবেদন: রাজ্যে প্রধানমন্ত্রীর সভার সূচি ফের বদল। দুর্গাপুরের বদলে প্রথম সভা হবে শিলিগুড়িতে। ২৪ ডিসেম্বর দুর্গাপুরে সভা হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। তার বদলে ১৬ ডিসেম্বর শিলিগুড়িতে সভা করবেন প্রধানমন্ত্রী। উত্তরবঙ্গে প্রথম সভা করার ইচ্ছাপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তার জেরেই সভার সূচিতে রদবদল।
শেষ পাওয়া খবর অনুযায়ী, আপাতত বাকি সূচিতে কোনও রদবদল হয়নি। সূত্রের খবর, চার জায়গায় জনসভা করবেন প্রধানমন্ত্রী। আগের সূচি অনুযায়ী প্রথম জনসভা ২৪ ডিসেম্বর দুর্গাপুরে করার কথা ছিল প্রধানমন্ত্রীর । তার বদলে ১৬ ডিসেম্বর শিলিগুড়িতে সভা করবেন তিনি। এরপর ২৮ ডিসেম্বর মালদহে, ৫ জানুয়ারি শ্রীরামপুরে জনসভা করবেন প্রধানমন্ত্রী। শেষ জনসভাটি ১১ জানুয়ারি কৃষ্ণনগরে করবেন তিনি। এখনও পর্যন্ত এই নির্ঘণ্টই চূড়ান্ত বলে জানা গিয়েছে।
পাখির চোখ ’১৯ এর লোকসভা নির্বাচন। তার আগে বাংলার মাটি আরও আঁকড়ে ধরতে বিজেপি যে মরিয়া, তা বলার অপেক্ষা রাখে না। বাংলায় গেরুয়া রথযাত্রার মাঝেই যে প্রধানমন্ত্রী রাজ্যে আসবেন, সেকথা আগেই ঘোষণা হয়ে গিয়েছিল।
যোগী আদিত্যনাথের সভা -আসানসোল, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বারাকপুর, হাওড়া ও শিলিগুড়ি
বিপ্লব দেবের সভা -দূর্গাপুর, ঘাটাল, মালদহ, জলপাইগুড়ি মথুরাপুর (দ: ২৪ পরগনা), ও বোলপুর
রাজনাথ সিং-এর সভা- রায়গঞ্জ, পুরুলিয়া ও বারাসত ,বসিরহাট, বনগাঁ
হেমা মালিনীর সভা - কাটোয়া ও বালুরঘাট
অরুণ জেটলির সভা - দমদম
নীতিন গডকরির সভা- হুগলি ও গার্ডেনরিচ
স্মৃতি ইরানি - যাদবপুর, উত্তর কলকাতা ও ডায়মন্ডহারবার
রমন সিং - পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম
বাংলায় প্রধানমন্ত্রীর সভার সূচি ফের বদল, প্রথম সভা শিলিগুড়িতে