ঘন কুয়াশায় অটো ও লরির মুখোমুখি সংঘর্ষ

বৃহস্পতিবার সকালে লিচুতলায় কয়েকজন বাসিন্দা অটো করে স্টেশনে যাচ্ছিলেন।

Updated By: Dec 20, 2018, 11:53 AM IST
ঘন কুয়াশায় অটো ও লরির মুখোমুখি সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদন:  সাতসকালে কাজে যাওয়ার পথেই দুর্ঘটনা। অটো ও লরির ধাক্কায় গুরুতর আহত ৩ জন। ঘটনাটি ঘটেছে কালনা বর্ধমান রোডের লিচুতলায়। আহতরা কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিত্সাধীন।

আরও পড়ুন: বিহারের কাঁচামালে টিকিয়াপাড়ায় তৈরি অস্ত্র ফের চলে যেত মুঙ্গেরে! নয়া তথ্য

বৃহস্পতিবার সকালে লিচুতলায় কয়েকজন বাসিন্দা অটো করে স্টেশনে যাচ্ছিলেন। যাত্রীদের দাবি, অটোর গতিবেগ স্বাভাবিক ছিল। কিন্তু ভোরে কুয়াশা থাকায় এলাকায় দৃশ্যমানতা কম ছিল। সামনেই একটি লরি চলে আসায় নিয়ন্ত্রণ রাখতে পারেননি অটো চালক। লরির সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুন: দিনহাটায় স্কুলে ঢুকে শিক্ষকদের গুলি

 

লরির চালকও পাশ কাটাতে পারেন না। অটোটি উল্টে যায়। আহত হন অটোয় থাকায় তিন যাত্রী। শব্দ শুনতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তাঁরাই আহতদের উদ্ধার কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। আহতরা প্রত্যেকেই লিচুতলার বাসিন্দা। ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকাতেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

.