Anubrata Mandal: অনুব্রত যেন 'মিস্টার ইন্ডিয়া'! হাজির না থেকেও বীরভূমেই রয়েছেন 'কেষ্ট'

অনুব্রত মণ্ডলকে বাদ দিয়েই শুরু হল বীরভূম জেলার অঞ্চল সম্মেলন। উপস্থিত ছিলেন বোলপুরের বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বোলপুরে তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ-সহ সকল নেতৃত্ব।

Updated By: May 16, 2022, 10:14 AM IST
 Anubrata Mandal: অনুব্রত যেন 'মিস্টার ইন্ডিয়া'! হাজির না থেকেও বীরভূমেই রয়েছেন 'কেষ্ট'
প্রতীকী ছবি

প্রসেনজিৎ মালাকার: 'মিস্টার ইন্ডিয়া'-কে মনে আছে? যাকে চোখে না দেখা গেলেও, তাঁর উপস্থিত অনুভব করা যেত। সেই ছবি এখন দেখা যাচ্ছে বীরভূমে। মাঠে নেই, ময়দানে নেই, তবুও কর্মিসভায় এসে লোক খুঁজছেন তাকেই। হ্যাঁ ঠিক ধরেছেন! তিনি বীরভূম জেলা তৃণমূলের (TMC) সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। কর্মিসভায় সাধারণ মানুষকে জিজ্ঞেস করলে একটাই কথা শোনা যাচ্ছে, "শুনেছি কেষ্ট আসবে।"

অনুব্রত মণ্ডল (Anubrata Mandal), ঠিক যেমন বিতর্কের শীর্ষে থাকেন, তেমনই বীরভূমে তিনিই যে শেষ কথা সেটাও বলার অপেক্ষা রাখে না। বারবার, নিজের রাজনৈতিক দক্ষতা প্রমাণ করেছেন 'কেষ্ট'। তাঁর উদ্যোগেই বীরভূম বিভিন্ন প্রান্তে সমস্ত নির্বাচনের আগে কর্মী সম্মেলন হয়েছে। রবিবার সেই অনুব্রত মণ্ডলকে বাদ দিয়েই শুরু হল বীরভূম জেলার অঞ্চল সম্মেলন। 

গত ৫ এপ্রিল বোলপুরের বাড়ি ছেড়ে কলকাতায় আসেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। এরপর থেকে সমস্ত দলীয় কর্মসূচি প্রায় বন্ধই ছিল। তবে পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রিয় 'কেষ্টদা' ছাড়াই বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব অঞ্চল সম্মেলন শুরু করল। জেলার প্রত্যেক পঞ্চায়েত এলাকাতেই হবে এই কর্মী সম্মেলন। রবিবার বোলপুরের কসবা এলাকার অঞ্চল সম্মেলনে উপস্থিত ছিলেন বোলপুরের বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বোলপুরে তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ-সহ সকল নেতৃত্ব।

কিন্তু এর মাঝেও যেন অদৃশ্য 'মিস্টার ইন্ডিয়া' সেই অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। একদিকে যেমন নেতৃত্ব মেনে নিয়েছে যে, অনুব্রতবাবুর নির্দেশেই  অঞ্চল সম্মেলন শুরু হয়েছে। ঠিক সেভাবেই সম্মেলনে গিয়ে মানুষের মুখেও শোনা যায় 'কেষ্টদা'র কথা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.