‘প্রিয়া তু আব তো আ জা..’, নেচে গেয়ে মঞ্চ মাতালেন সাংসদ কল্যাণ
দর্শকরা তখনও আকস্মিকতার ঘোর কাটিয়ে উঠতে পারেনি, তারমধ্যেই কাহিনী আরও টুইস্ট। এবার সটান মঞ্চে উঠে পড়লেন সংসদ কল্যাণ। গায়িকার হাত থেকে মাইক নিয়ে গান গেয়ে কোমর দোলালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সঙ্গত করলেন গায়িকাও...
নিজস্ব প্রতিনিধি: আসর তখন সবে জমতে শুরু করেছে। মঞ্চে উঠেছেন গায়িকা। থিকথিকে ভিড়। যদিও বইমেলা প্রাঙ্গণ, তাতে কী! বর্ণাঢ্য অনুষ্ঠানের টানেই তখন ভিড়ে ঠাসা রিষড়া ময়দান। শীতের রাতে উষ্ণতার পারদ চড়াতে গান ধরলেন গায়িকা...‘প্রিয়া তু আব তো আ জা..।’ ব্যাস, জনতা উত্তাল...হাত তুলে, কোমর দুলিয়ে গায়িকাকে সঙ্গত করা শুরু করলেন উপস্থিত শ্রোতারা। আর এরমধ্যেই আচমকা সকলের চক্ষু ছানাবড়া! নিজের চোখকে তখনও বিশ্বাস করাতে পারেননি দর্শকরা! কারণ, গায়িকার সঙ্গে গলা মিলিয়েছেন খোদ তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দর্শকরা তখনও আকস্মিকতার ঘোর কাটিয়ে উঠতে পারেনি, তারমধ্যেই কাহিনী আরও টুইস্ট। এবার সটান মঞ্চে উঠে পড়লেন সংসদ কল্যাণ। গায়িকার হাত থেকে মাইক নিয়ে গান গেয়ে কোমর দোলালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সঙ্গত করলেন গায়িকাও...
আরও পড়ুন: সংক্রান্তিতে আবহাওয়া দফতরের পূর্বাভাসেও 'পিঠে-পুলির স্বাদ'
দুঁদে আইনজীবীর রাশভারী চেহারা, এযাবত্ কল্যাণবাবুকে এভাবেই দেখেছেন রিষড়াবাসী। কিন্তু মঞ্চের কল্যাণ তো পুরো অন্যরকম! খোদ সাংসদকেই এভাবে মঞ্চ মাতাতে দেখে উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি রিষড়াবাসীও। ‘প্রিয়া তু আব তো আ জা…’ তখন তৃণমূল সাংসদের গলায় অন্য মাত্রা পেয়েছে।
আরও পড়ুন: গঙ্গাসাগরে উল্টে গেল তীর্থযাত্রী বোঝাই বাস
নিচে রইল কল্যাণবাবুর মঞ্চ মাতানোর সেই ভিডিও