দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনার মধ্যেই কলকাতায় বসন্ত জাগ্রত দ্বারে

নিজস্ব প্রতিবেদন:  পশ্চিমি ঝঞ্ঝার জের, আগামী দু'দিন চড়বে পারদ। পরে শীত ফিরলেও জাঁকিয়ে ঠান্ডা আর নয়। কনকনে ঠান্ডা এবারের মত শেষ বলে জানিয়ে দিল আবহাওয়া দফতর। বুধবার এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন: ভর সন্ধ্যায় ময়দানে বেলাইন মেট্রো, বুধবারও ভোগান্তির আশঙ্কা
তবে কি শীতের আমেজ এখনই শেষ? হাওয়া অফিস বলছে, শীতের আমেজ থাকবে আরও কিছুদিন। বুধবার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে উত্তরবঙ্গের দুই জেলায় শীতের দাপট রয়েছে।  আগামী দু’দিন দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা  রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও। পূর্বাভাস হাওয়া অফিসের। 

আরও পড়ুন: সরস্বতী পুজোর দিন দেরিতে বাড়ি ফেরায় মায়ের বকুনি, অভিমানে আত্মঘাতী কলেজছাত্রী
কুয়াশার কারণে ধূপগুড়ির শালবাড়ি এলাকায় ৩১ নং জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় আহত হয়েছেন ৪ জন। 

English Title: 
Today temperature rises two degree
News Source: 
Home Title: 

দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনার মধ্যেই কলকাতায় বসন্ত জাগ্রত দ্বারে

দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনার মধ্যেই কলকাতায় বসন্ত জাগ্রত দ্বারে
Yes
Is Blog?: 
No
Section: