তপ্ত পাহাড়ে বিধ্বস্ত পর্যটন, ২২ জুন শিলিগুড়িতে সর্বদলীয় বৈঠকের পরিকল্পনা রাজ্য সরকারের
বোমা-গুলি-ইটবৃষ্টিতে তপ্ত পাহাড়। থমথমে পাহাড়। ভরা মরশুমে পর্যটন শিল্প বড় ধাক্কা। মোর্চার ডাকা বনধের জেরে বন্ধ দোকানপাট। রাস্তাঘাট শুনশান। পাহাড়ি রাস্তার বাঁকে বাঁকে টহল দিচ্ছে আধাসেনা জওয়ান। রয়েছে ইনশাসের নজরদারি। চকবাজার, লেবং, পাতলেবাস, সিংমারি, ঘুম স্টেশনে অতিরিক্ত আধা সেনা মোতায়েন করা হয়েছে। সঙ্গে টহলদারি শুরু করেছে সেনা জওয়ানরাও।
ওয়েব ডেস্ক : বোমা-গুলি-ইটবৃষ্টিতে তপ্ত পাহাড়। থমথমে পাহাড়। ভরা মরশুমে পর্যটন শিল্প বড় ধাক্কা। মোর্চার ডাকা বনধের জেরে বন্ধ দোকানপাট। রাস্তাঘাট শুনশান। পাহাড়ি রাস্তার বাঁকে বাঁকে টহল দিচ্ছে আধাসেনা জওয়ান। রয়েছে ইনশাসের নজরদারি। চকবাজার, লেবং, পাতলেবাস, সিংমারি, ঘুম স্টেশনে অতিরিক্ত আধা সেনা মোতায়েন করা হয়েছে। সঙ্গে টহলদারি শুরু করেছে সেনা জওয়ানরাও।
পাশাপাশি ডুয়ার্সের গরুবাথান, জলঢাকাতেও বাড়ানো হয়েছে নজরদারি। চলছে পুলিসি টহল। ইন্টারনেট পরিষেবা বিপর্যস্ত। পাহাড়, তরাই ও ডুয়ার্সে ঠিকঠাক মিলছে না ইন্টারনেট সংযোগ। এই পরিস্থিতিতে ২২ জুন শিলিগুড়িতে সমস্ত রাজনৈতিক দলগুলিকে নিয়ে বৈঠকে বসার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার।
আরও পড়ুন, পুলিস গুলি চালায়নি, পাহাড়ে এই হিংসার পিছনে বিদেশি জঙ্গিযোগ : মমতা