এর পরই ছোঁ মেরে ফোনটা নিয়ে গেল চোর

ভর সন্ধ্যায় মোবাইল ফোন চুরির দুঃসাহসিক দৃশ্য ধরা পড়লো সিসিটিভিতে। রায়গঞ্জের উকিলপাড়ার বিসি রায় সরণিতে একটি ওষুধের দোকানের শোকেসের ওপর রাখা মোবাইল ফোন চিলের মত ছোঁ মেরে নিয়ে পালালো অল্প বয়সী এক দুষ্কৃতী। সিসিটিভি তে ধরা পড়ল সেই দুঃসাহসিক চুরির ঘটনা। ব্যস্ত সময় এহেন চুরিতে আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা। ঘটনার অভিযোগ জানানো হয়েছে রায়গঞ্জ থানায়। তবে এখোনো মোবাইল চোরকে সনাক্ত করতে পারেনি পুলিশ। 

Updated By: Jan 9, 2018, 09:35 PM IST
এর পরই ছোঁ মেরে ফোনটা নিয়ে গেল চোর

নিজস্ব প্রতিবেদন: ভর সন্ধ্যায় মোবাইল ফোন চুরির দুঃসাহসিক দৃশ্য ধরা পড়লো সিসিটিভিতে। রায়গঞ্জের উকিলপাড়ার বিসি রায় সরণিতে একটি ওষুধের দোকানের শোকেসের ওপর রাখা মোবাইল ফোন চিলের মত ছোঁ মেরে নিয়ে পালালো অল্প বয়সী এক দুষ্কৃতী। সিসিটিভি তে ধরা পড়ল সেই দুঃসাহসিক চুরির ঘটনা। ব্যস্ত সময় এহেন চুরিতে আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা। ঘটনার অভিযোগ জানানো হয়েছে রায়গঞ্জ থানায়। তবে এখোনো মোবাইল চোরকে সনাক্ত করতে পারেনি পুলিশ। 

আরও পড়ুন - দিল্লি দাঁড়িয়ে মোদীকে নিশানা করলেন জিগনেশ মেওয়ানি

সোমবার রাত ৯ টা নাগাদ দোকানে একাই ছিলেন অবসরপপ্রাপ্ত বিএসএফ জওয়ান অতুল সরকার। দোকানের শোকেশের ওপর চার্জে দেওয়া ছিল ওই দামি মোবাইল ফোনটি । সাধারনভাবে হাতের নাগালে পাওয়া মুসকিল হলেও অল্প বয়েসী মুখ ঢাকা ওই চোর ধীরে ধীরে দোকানের পাশ দিয়ে এসে সবটা লক্ষ্য করে। ফিরে এসেই চিলের মতো ছোঁ মেরে নিয়ে চলে যায় মোবাইল ফোনটি। পেছন পেছন অতুল বাবু দৌড়ে গেলেও খোঁজ পাননি তার। ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ী অরূপ সরকার।

মঙ্গলবার ঘটনার সিসিটিভি ফুটেজ সমেত রায়গঞ্জ থানায় অভিযোগ জানান অরূপবাবু। তবে মুখ ঢাকা থাকায় সনাক্ত করা যায়নি চোরকে।

.