রাজ্যের নানা জায়গায় ধরা পড়ল বিশ্বকর্মা পুজোর এক এক রকম ছবি

Updated By: Sep 17, 2017, 08:00 PM IST
রাজ্যের নানা জায়গায় ধরা পড়ল বিশ্বকর্মা পুজোর এক এক রকম ছবি

ওয়েব ডেস্ক: একে বিশ্বকর্মা পুজো । তাতে আবার রবিবার। সাপ্তাহিক ছুটির সঙ্গে জুড়ে গেল পুজোর আনন্দ। রাজ্যের নানা জায়গায় ধরা পড়ল উত্‍সবের এক এক রকম  ছবি।

ফি বছর প্রাণের পুজোর রেড কার্পেট পেতে দেন বিশ্বকর্মা। তিনি এসে যাওয়া মানেই, ব্যস আর হাতে গোণা দিন! হাওড়ার ব্যাতোড় সর্বজনীন কমিটির সদস্যরা তাই রেডি হয়েই ছিলেন। ফাঁকা ছাদে সকাল থেকে চুটিয়ে ঘুড়ি ওড়ালেন তাঁরা।

স্ত্রীর প্রেমিকের হাতে নৃশংস ভাবে খুন স্বামী

সংসারের রাশ যাঁদের হাতে, লাটাইয়ের নিয়ন্ত্রণও তাঁরাই নিলেন। মালবাজারে বিশ্বকর্মার আরাধনা হল সম্পূর্ণ অন্য ভাবে। ধুপঝোড়ায় কুনকি হাতিদের প্রথমে মূর্তি নদীতে স্নান করানো হয়। তারপর তাদের পুজো করেন স্থানীয়রা। বিশ্বকর্মা পুজোর দিন তাদের সব কাজ থেকে ছুটি।

ফি বছর বিশ্বকর্মা পুজোর দিন শিল্প উত্‍সব হয় কলা ভবনে। রবীন্দ্র সংগীত, বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। রীতি মেনে চলে আসছে এই উত্‍সব।

শিক্ষিকার মারে অপমানিত হয়ে পঞ্চম শ্রেণির ছাত্রের আত্মহত্যার চেষ্টা

.