WB assembly election 2021: নন্দীগ্রামের ডুয়েলে আজ মুখোমুখি Mamata-Shah?

শাহি রোড-শো ডেবরা ও পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্রেও।

Updated By: Mar 30, 2021, 12:06 AM IST
WB assembly election 2021: নন্দীগ্রামের ডুয়েলে আজ মুখোমুখি Mamata-Shah?

নিজস্ব প্রতিবেদন: একুশের ভোটে নজরে নন্দীগ্রাম। প্রচারে নেমে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ আসছেন অমিত শাহ।

স্রেফ নন্দীগ্রাম নয়, দ্বিতীয় দফায় প্রচারের শেষদিনে অমিত যাবেন পশ্চিম মেদিনীপুরের ডেবরা, পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্রেও। এমনকী, বাদ যাচ্ছে না ডায়মন্ডহারবারও। বিজেপি সূত্রে খবর, নন্দীগ্রামে শাহি রোড-শো দুপুর ১২ টায়। এরপর দুপুর দেড়টায় ডেবরা ও বিকেল ৩টের সময়ে পাঁশকুড়া পশ্চিম বিধানসভাকেন্দ্রে রোড-শো করবেন মোদীর সেনাপতি। তাঁর পরবর্তী গন্তব্য, ডায়মন্ড হারবার। সেখানে সভা শুরু হবে বিকেল সাড়ে ৪টেয়।

আরও পড়ুন: West Bengal Election 2021: 'পাহাড়ের গোর্খারা নেপালি', Kailash-র মন্তব্যে কড়া বিবৃতি মোর্চার বিনয় গোষ্ঠীর

এদিন নন্দীগ্রামের রেয়াপাড়া, আমদাবাদ ও বিরুলিয়া বাজারে তিনটি জনসভা করেন মমতা বন্দ্য়োপাধ্যায়। আর প্রতিটি জনসভায় কার্যত তুলোধোনা করেন অধিকারী পরিবারকে। বিরুলিয়ায় জনসভা শেষে শুভেন্দু অধিকারির বিরুদ্ধে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ তোলেন নেত্রী। এরপর আশাদতলায় সভা সেরে বেরনোর সময় বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু। তাঁর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল (TMC) কর্মীরা। 'গো ব্যাক', 'গদ্দার', 'চোর' স্লোগান দিতে থাকেন।

আরও পড়ুন: শেষরক্ষা হল না, কাশ্মীরে গুলিবিদ্ধ 'বাংলার ছেলে' জগন্নাথের মৃত্যু

প্রসঙ্গত, এর আগে যখন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তখন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পাশে দেখা গিয়েছিল দুই কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani) ও ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। এমনকী, নন্দীগ্রামে সভা করে গিয়েছেন যোগী আদিত্যনাথও (Yogi Adityanath)। 

.