আগামী সপ্তাহেই মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিকের ফলপ্রকাশ
আগামিকাল কিংবা বুধবার মাধ্যমিকের ফল প্রকাশিত হতে পারে বলে একটি জল্পনা তৈরি হয়েছিল। তবে বোর্ড থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় আগামি সপ্তাহেই প্রকাশিত হবে মাধ্যমিকের ফল।
নিজস্ব প্রতিবেদন: আগামী সপ্তাহেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ। খবর পর্ষদ সূত্রে।
আগামিকাল অথবা বুধবার মাধ্যমিকের ফল প্রকাশিত হতে পারে বলে একটি জল্পনা তৈরি হয়েছিল। তবে বোর্ড থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, চলতি সপ্তাহে নয়, আগামি সপ্তাহেই প্রকাশিত হবে মাধ্যমিকের ফল। পাশাপাশি, উচ্চ মাধ্যমিকের ফলও আগামী সপ্তাহেই প্রকাশিত হবে বলে জানানো হয়েছে।
বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbresults.nic.in এবং wbbse.org থেকে অনলাইনে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এছাড়া, এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। WB 10 টাইপ করে নিজের রোল নম্বর উল্লেখ করে ৫৪২৪২ ও ও ৫৮৮৮৮ নম্বরে পাঠিয়ে দিতে হবে। এ বছর প্রায় ১১,০২,৯২১ জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে।