wbresults.nic.in অথবা wbchse.nic.in-এই ওয়েবসাইটে লগ ইন করে উচ্চ-মাধ্যমিকের রেজাল্ট জানুন

পূর্ব ঘোষণা মতই মঙ্গলবার বেলা ১০.৩০ নাগাদ উচ্চ-মাধ্যমিকের ফল ঘোষণা করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডরি এডুকেশন। রেজাল্ট জানতে পরীক্ষার্থীদের জন্য মূলত দুটি ওয়েবসাইটের কথা জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডরি এডুকেশন (WBCHSE)। এই দুটি ওয়েবসাইট হল- wbresults.nic.in এবং wbchse.nic.in । এই দুটি ওয়েবসাইট ছাড়াও আরও যে দুটি ওয়েবসাইটে উচ্চ মাধ্যমিকের ফল জানা যাবে, সেগুলো হল- examresults.net/wb এবং www.jagranjosh.com ।

Updated By: May 29, 2017, 10:51 PM IST
wbresults.nic.in অথবা wbchse.nic.in-এই ওয়েবসাইটে লগ ইন করে উচ্চ-মাধ্যমিকের রেজাল্ট জানুন

ওয়েব ডেস্ক: পূর্ব ঘোষণা মতই মঙ্গলবার বেলা ১০.৩০ নাগাদ উচ্চ-মাধ্যমিকের ফল ঘোষণা করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডরি এডুকেশন। রেজাল্ট জানতে পরীক্ষার্থীদের জন্য মূলত দুটি ওয়েবসাইটের কথা জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডরি এডুকেশন (WBCHSE)। এই দুটি ওয়েবসাইট হল- wbresults.nic.in এবং wbchse.nic.in । এই দুটি ওয়েবসাইট ছাড়াও আরও যে দুটি ওয়েবসাইটে উচ্চ মাধ্যমিকের ফল জানা যাবে, সেগুলো হল- examresults.net/wb এবং www.jagranjosh.com

ওয়েবসাইটে গিয়ে কীভাবে ফল জানা যাবে, জেনে নিন- 
> প্রথমে wbresults.nic.in অথবা wbchse.nic.in-এই ওয়েবসাইটে লগ ইন করুন
> তারপর ‘WB Board 12th Results 2017’-এই ট্যাবটিতে ক্লিক করুন  
> এরপর রোল নম্বর, জন্ম তারিখ সহ বাকি নথিগুলো লিখুন 
> নথি প্রদান হয়ে গেলে সব শেষে সাবমিট ক্লিক করলেই দেখা যাবে WBCHSE-এর রেজাল্ট   

ওয়েবসাইট ছাড়া এসএমএস (SMS) করেও পরীক্ষার ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। কীভাবে এসএমএস করে ফল জানতে হবে, জেনে নিন- 

> SMS WB12 space<Roll number to 54242
> SMS WB12 space<Rollnumber to 58888
> 4SMS WB12 space<Rollnumber to 5676750
> SMS WB12 space<Rollnumber to 56263

.