শোভন গেলেও আমরা কেউ মমতাকে ছেড়ে যাব না: পার্থ চট্টোপাধ্যায়

বৃহস্পতিবার পার্থবাবু বলেন, 'সম্পর্ক যদি জোড়া না লাগে তবে তার দায়িত্ব কার? কে কোথায় যাচ্ছে জানি না। তবে আমরা কেউ মমতাকে ছেড়ে যাচ্ছি না। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া দলে কেউ অপরিহার্য নয়।' 

Updated By: Aug 15, 2019, 01:24 PM IST
শোভন গেলেও আমরা কেউ মমতাকে ছেড়ে যাব না: পার্থ চট্টোপাধ্যায়

নিজস্ব প্রতিবেদন: স্বাধীনতা দিবসেও তৃণমূলকে তাড়া করে বেড়াচ্ছে শোভন অস্বস্তি। বুধবারই বিজেপিতে যোগ দিয়েছেন শোভনবাবু ও তাঁর বান্ধবী বৈশাখীদেবী। বৃহস্পতিবার সকালে এই নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে ঘনিষ্ঠ বৃত্তে থাকা অন্যতম ব্যক্তিত্ব শোভনবাবুকে কেন বোঝাতে পারল না দল। জবাবে কার্যত শোভনকেই কাঠগড়ায় তুললেন তিনি। 

 

বৃহস্পতিবার পার্থবাবু বলেন, 'সম্পর্ক যদি জোড়া না লাগে তবে তার দায়িত্ব কার? কে কোথায় যাচ্ছে জানি না। তবে আমরা কেউ মমতাকে ছেড়ে যাচ্ছি না। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া দলে কেউ অপরিহার্য নয়।' 

শোভন চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগদানে তৃণমূলে তেমন কোনও প্রভাব পড়বে না বলে দাবি করেন তিনি। বলেন, 'ওকে ছাড়াই বেহালায় আমরা সব জায়গায় জিতেছি।' 

বিজেপিতে শোভন-বৈশাখী, নতুন দলে যোগদানে মিলে গেল পোশাকের রং

শোভনবাবুর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ নিয়ে পার্থবাবু বলেন, 'অন্যান্য দলত্যাগীদের ক্ষেত্রে যে পদক্ষেপ করা হয়েছে এক্ষেত্রেও তাই করা হবে।'

বিজেপিতে যোগ দিয়েই বুধবার পশ্চিমবঙ্গে ভোটলুঠ নিয়ে সরব হয়েছিলেন শোভন। প্রাক্তন মন্ত্রীর এই অভিযোগ উড়িয়ে দিয়ে পার্থ বলেন, 'কিছু তো একটা বলতে হবে। তাই বলেছে।' 

শোভনকে পার্থবাবুর কটাক্ষ, 'ও কেন ঘর ছেড়েছে আর কেন দল ছেড়েছে সবাই জানে।'

.