আজ সপ্তম দফার ভোট, পাঁচ জেলার ৩৪ আসনে
এই দফায় ভোট হচ্ছে না মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর আসনে।
![আজ সপ্তম দফার ভোট, পাঁচ জেলার ৩৪ আসনে আজ সপ্তম দফার ভোট, পাঁচ জেলার ৩৪ আসনে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/04/26/317970-voting-assam.jpg)
নিজস্ব প্রতিবেদন: আজ সপ্তম দফার ভোট। পাঁচ জেলার ৩৪ আসনে ভোট গ্রহণ। এই দফায় ভোট হচ্ছে না মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর আসনে। কারণ সেখানের দুই প্রার্থীর করোনা হয়ে মৃত্যু হয়েছে তাই সেই আসনে ভোট মে মাসে সংঘটিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রসঙ্গত, ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণে সপ্তম ও অষ্টম দফার নির্বাচন একসঙ্গে করার দাবি জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরেও গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল।
সপ্তম দফায় কোথায় কোথায় ভোট?
কলকাতায় ৪টি আসনে ভোট
কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ
দক্ষিণ দিনাজপুরে ৬টি আসনে ভোট
কুশমণ্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর
মালদায় ৬টি আসনে ভোট
হবিবপুর, গাজোল, চাঁচল, হরিশচন্দ্রপুর, মালতিপুর, রতুয়া
মুর্শিদাবাদে ৯টি আসনে ভোট
ফরাক্কা, সুতি, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম
পশ্চিম বর্ধমানে ৯টি আসনে ভোট
পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবনি