West Bengal Election 2021: 'BJP-তে যোগ দেওয়ার বাকিটা কী আছে!',স্বীকারোক্তি TMC সাংসদ Sisir-র

২১ মার্চ কাঁথিতে অমিত শাহের (Amit Shah) সভাতেই পদ্মপতাকা হাতে নিতে চলেছেন শিশির (Sisir Adhikari)। 

Updated By: Mar 18, 2021, 08:13 PM IST
West Bengal Election 2021: 'BJP-তে যোগ দেওয়ার বাকিটা কী আছে!',স্বীকারোক্তি TMC সাংসদ Sisir-র

নিজস্ব প্রতিবেদন: বিজেপিতেই যোগ দিতে চলেছেন শিশির অধিকারী (Sisir Adhikari)। সমস্ত জল্পনার অবসান করলেন নিজেই। ২১ মার্চ কাঁথিতে অমিত শাহের (Amit Shah) সভায় পদ্ম পতাকা হাতে নিতে চলেছেন শিশির। 

ডিসেম্বরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বিজেপিতে যোগদানের পর থেকে শিশিরের (Sisir Adhikari) অবস্থান নিয়ে শুরু হয়েছিল গুঞ্জন। অভিষেকের মন্তব্যের জবাব দিতে গিয়ে শুভেন্দু দাবি করেছিলেন,'রামনবমীর আগে আমার বাড়িতেও পদ্ম ফুটবে।' তারপর ক্রমপর্যায়ে শিশিরের ডানা ছাঁটেন মমতা। তাঁকে পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। দু'দিন আগে শিশির (Sisir Adhikari) বলেছিলেন,'যদি ছেলে বলে ২৪ তারিখ প্রধানমন্ত্রীর সভায় যাব।' পুত্রের প্রচারেও থাকবেন বলে জানিয়ে দেন শিশির।  

তবে প্রধানমন্ত্রীর সভায় নয় বরং তার আগে ২১ মার্চ কাঁথিতে অমিত শাহের সভাতেই পদ্মপতাকা হাতে নিতে চলেছেন শিশির। Zee ২৪ ঘণ্টাকে তিনি বলেন,'অমিত শাহের অনুষ্ঠানে যাচ্ছি। বিজেপিতে যোগ দেওয়ার আর বাকিটা কী আছে!'

আরও পড়ুন- West Bengal Election 2021: বিড়ম্বনার এক শেষ! শিখা মিত্রের নাম ঘোষণা BJP-র, অস্বীকার সোমেন-জায়ার

.